হঠাৎই ‘ভালো’ হয়ে গেল মিরপুরের উইকেট!
মিরপুরের উইকেট কাঠগড়ায় দীর্ঘদিন ধরে। অভিযোগ আছে, শের-ই-বাংলার মন্থর উইকেট আরও স্পিন বান্ধব করে প্রতিপক্ষ বধের নকশা আঁকে বাংলাদেশ। তবে ওই অভিযোগ আমলে নেয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও উইকেট থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন স্পিনাররা। তবে মাহমুদউল্লাহ রিয়াদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করে বদলে গেছে মিরপুরের উইকেটের চরিত্র।
অস্ট্রেলিয়া সিরিজে ৫ ম্যাচে ১০ ইনিংস মিলিয়ে সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৩১ রান। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৬০ রানেই গুঁটিয়ে যায় কিউইরা। আজ (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৪১ তোলে বাংলাদেশ। ধারণা করা হচ্ছিল দাপুটে জয় তুলে নেবে স্বাগতিকরা। তবে দৃশ্যপট বদলে যায়, ম্যাচ হারলেও প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলেছিল কিউইরা।
বিজ্ঞাপন
৪ রানে ম্যাচ জেতার পর বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ বলছিলেন, রাতে ফ্লাডলাইটের আলোর নিচে উইকেট ভালো হয়ে যায়। ১৪১ রান করার পরেও পরাজয়ের শঙ্কা জাগে টাইগার শিবিরে। পরে জয় পাওয়ায় বোলারদের বাড়তি কৃতিত্ব দিচ্ছেন স্বাগতিক অধিনায়ক মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহ জানালেন, ‘আগের ম্যাচের তুলনায় উইকেট বেশ ভালো ছিল। দিনের আলোয় আমাদের ব্যাটিংয়ের সময় কিছুটা স্পিন ধরছিল, বাউন্সও ছিল একটু উঁচুনিচু হচ্ছিল। ফ্লাডলাইটের আলোয় উইকেট আরও ভালো হয়েছে। বোলাররা খুবই ভালো করেছে, এই উইকেটে ১৪০ রান নিয়ে জয় এনে দিয়েছে। বোলারদেরকেই কৃতিত্ব দিতে হবে।’
ম্যাচের শুরুতে অবশ্য উইকেট থেকে বাড়তি টার্ন আর বাউন্স পেয়েছেন সফরকারী স্পিনাররা। তবুও সে সব শক্ত হাতে সামলেছেন দুই ওপেনার লিটন কুমার দাস ও নাঈম শেখ। এ ম্যাচের আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল নিজেদের ওপেনিং পার্টনারশিপে পঞ্চাশ রান পার করতে পেরেছিল ৮ ম্যাচ আগে। এমনকি পাওয়ার প্লের ৬ ওভারও শেষ করে আসতে পারেনি কোনও ওপেনিং জুটি। আজ কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে লিটন-নাঈমের জুটি থেকে আসে ৫৯ রান।
এই দুই ব্যাটসম্যানকে প্রশংসা বন্যায় ভাসালেন মাহনুদউল্লাহ, ‘এই উইকেটে নতুন বলে ব্যাট করা খুব কঠিন। তখন বলে সিম শক্ত থাকে, বেশ বাউন্স হয়, কিছু বল পিছলে যায়, কিছু বল খুব ধারালো স্পিন করে। আমার মনে হয় নাঈম ও লিটন খুব ভালো ব্যাটিং করেছে। পাওয়ার-প্লেতে আমাদের যেমন শুরু দরকার ছিল তারা যথার্থভাবে তা এনে দিয়েছে। মাঝখানে মোটামুটি ভালো কিছু পার্টনারশিপ হয়েছে। এই উইকেটে ১৪১ ভালো সংগ্রহ।’
সঙ্গে যোগ করেন তিনি, ‘অস্ট্রেলিয়া সিরিজেও নতুন বলে ব্যাট করা কঠিন ছিল। ওদের ওপেনিং জুটিগুলো বেশি সফল হয়নি। আমাদের এক ম্যাচে শুধু একটু ভালো হয়েছে, বাকি ম্যাচগুলোতে হয়নি। আজকে লিটন ও নাঈম যে ইনিংস খেলেছে তা দেখা অনেক স্বস্তির ছিল। যেভাবে গ্যাপ বের করে রান করেছে, অনেক ভূমিকা রেখেছে।’
টিআইএস/এমএইচ