বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে কিছুটা ভিন্নতা এনেছে। সাদা বল আর লাল বলের চুক্তি থেকে বের হয়ে এবার ফরম্যাট অনুযায়ী চুক্তির পথে হেঁটেছে বিসিবি। কেউ যদি নির্দিষ্ট কোনও ফরম্যাট খেলতে না চান, তাকে জোর করবে না ক্রিকেট বোর্ড। এখনো চুক্তির বিষটি সামনে আনেনি বিসিবি। কারা থাকবেন, কারা থাকছেন না সেটি জানা হয়নি। তবে তামিম ইকবাল টি-টোয়েন্টিতে আর মাহমুদউল্লাহ রিয়াদকে টেস্টের চুক্তিরে রাখেনি বোর্ড।

আজ (বুধবার) ১১তম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন এটি। সংবাদ মাধ্যমকে পাপন বলেন, ‘এই চুক্তিতে অনেকে আছে অনেকে নাই। যেহেতু তামিম বলছে খেলবে না সেহেতু টি-টোয়েন্টিতে তাকে রাখার কোন কারণ নেই। তামিম শুধু টি-টোয়েন্টিতে নেই, ওয়ানডে ও টেস্টে আছে। আর রিয়াদ যেহেতু ঘোষণা দিয়েছে টেস্ট অবসরের আর আমাদের সঙ্গে এরপরে কথা হয় নাই সেহেতু টেস্টে ও নেই।’

বিসিবি এবার খেলায়াড়দের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করছে ৮ মাসের জন্য। চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত। সে অনুযায়ী টি-টয়েন্টির চুক্তিতে নাম নেই তামিমের। বিশ্বকাপের পর তিনি এই ফরম্যাটে ফিরলে আবার চুক্তিতে আসতে পারবেন বলে জানালেন পাপন।

বিসিবি সভাপতি বললেন, ‘এটা (কেন্দ্রীয় চুক্তি) হচ্ছে মে থেকে ডিসেম্বর। সে কারণে  এগুলো সবই ডিসেম্বর পর্যন্ত, এরপর এগুলো বদলাতে পারে। তামিম যদি খেলতে চায় তাহলে অবশ্যই সে ঢুকবে।’

তিন সংস্করণেই বাংলাদেশ দলের ওপেনিং জুটি আতস কাঁচের নিচে। তামিম ইকবাল টেস্ট আর ওয়ানডেতে নিজেকে মিলে ধরলেও টি-টোয়েন্টি পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছেন না। প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সের মাঝে লম্বা সময় ধরে এই সংস্করণে খেলাতেও নেই তামিম। গত ৩২ মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ২২টি, জিতেছে ১২টিতে। এই ২২ ম্যাচের মাত্র তিন ম্যাচে মাঠে ছিলেন তিনি। 

বিশ্বকাপের আগে টানা চার সিরিজে ব্যক্তিগত ছুটি আর চোট মিলিয়ে তামিম অনুপস্থিত। অনেকেই ধারণা করছিলেন বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাবে তাকে। অভিজ্ঞতার বিচারে টিকে যাবেন তিনি। বিশ্বকাপের জন্য তামিমকে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দলও তৈরি করেছেন নির্বাচকরা। তবে হঠাত সিদ্ধান্তে তিনি জানিয়ে দিলেন, আসন্ন বিশ্বকাপে দলের অংশ হবে না।

টিআইএস