তামিম ইকবাল/ফাইল ছবি

সবাইকে অনেকটা চমকে দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। ভক্ত-সমর্থক তো বটেই, সে আঁচটা লেগেছে খোদ নির্বাচকদেরও। তামিমকে ভেবেই দল সাজানো হচ্ছিল, এমনকি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডেও ছিল তার নাম, জানালেন বাংলাদেশ জাতীয় দলের এক নির্বাচক।

টি-টোয়েন্টি অঙ্গনে অনেক দিন ধরেই পদচারণা নেই তামিমের। শেষ টি-টোয়েন্টিটা খেলেছেন সেই ২০২০ সালে। তবে এর আগে থেকেই টি-টোয়েন্টি দলে অনিয়মিতই ছিলেন বাংলাদেশি এই ওপেনার। 

শেষ আড়াই বছরের কিছু বেশি সময়ে বাংলাদেশ খেলেছে ২২ টি ম্যাচ, তার মাত্র তিনটিতে দলে ছিলেন তিনি। বিশ্বকাপের আগে চার সিরিজে ব্যক্তিগত ছুটি আর চোটের কারণে ছিলেন না দলে। এমনকি কিছুক্ষণ পর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজেও একই কারণে নেই তিনি। 

বিশ্বকাপ খেললে তাকে খেলতে হতো কোনোপ্রকার ম্যাচ প্রস্তুতি ছাড়াই। এছাড়াও তিনি দলে এলে তার অনুপস্থিতিতে দলে যারা এসেছেন, তাদের প্রতিও হয়ে যেত ‘অন্যায্য’ আচরণ, জানান তামিম। সব কিছুর মিশেলেই বিশ্বকাপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তামিম।

তবে তার এ সিদ্ধান্ত যেন বিনা মেঘে বজ্রপাতের মতো করেই এসেছে নির্বাচকদের কাছে। সব মিলিয়ে ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকায় তামিমকে দলে বিবেচনা করা হচ্ছিল। ৩০ সদস্যের দলেও ছিল তার নাম, নাম না প্রকাশ করার শর্তে এক বিসিবি নির্বাচক জানান ঢাকা পোস্টকে। 

তিনি বলেন, ‘আমরা (নির্বাচক) তো তামিমকে বিশ্বকাপ দলে চেয়েছিলাম। এজন্যই প্রাইমারি স্কোয়াডে তার নাম ছিল। সে না থাকায় এখন নতুন করে ভাবতে হবে। এখন আমাদের নতুন করে আবার আলোচনা করতে হবে।’

টিআইএস/এনইউ/এটি