টি-টোয়েন্টি থেকে এখনই অবসর নয় তামিমের
শেষ কিছু দিনে টি-টোয়েন্টি ফরম্যাটে অনিয়মিত ছিলেন তামিম ইকবাল। এরপর তো এবার বিশ্বকাপ দল থেকেই দাঁড়িয়েছেন সরে। তাতে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে তার অবসরের একটা কানাঘুষার পথ খোলা হয়ে যেতে পারত।
তবে সেসব কিছুর পর আপাতত বন্ধ করে দিয়েছেন তামিম। সাফ জানিয়ে দিয়েছেন, শিগগিরই ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাট থেকে এখনই অবসর নিচ্ছেন না তিনি।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার সিদ্ধান্ত সতীর্থ ওপেনারদের কথা ভেবে নেওয়া। তবে সেই সিদ্ধান্তে টি-টোয়েন্টি থেকে সরে যাওয়ার কোনো প্রচ্ছন্ন ইঙ্গিত নেই তার। সেটা জানিয়ে দিয়ে তিনি বলেন, ‘আরেকবার পরিষ্কার করে দেই, আমি অবসর নিচ্ছি না। কিন্তু সম্ভবত এই বিশ্বকাপটা আমার খেলা হবে না। আমার কাছে মনে হয় যে, এটাই যথাযথ সিদ্ধান্ত। তরুণ যারা এখন জাতীয় দলে ওপেন করছে, ওদের সুযোগ পাওয়া উচিত। কারণ তারা শেষ ১৫-১৬ ম্যাচ ধরে খেলছে। ওদের প্রস্তুতিও আমার চেয়ে ভালো হবে। পাশাপাশি আমি এটাও মনে করি, তারা দলকে আমার চেয়ে ভালো সার্ভিস দিতে পারবে।’
তিনি আরও যোগ করেছেন, ‘এটা দলের জন্য সঠিক সিদ্ধান্ত বলে আমি অনুভব করেছি, সে কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ যদি এর মধ্যেও খেলার কোনো সুযোগ থাকে, দেশের বাইরেও যদি কোনো টি-টোয়েন্টি ফরম্যাট থাকে বা অন্য কোনে ফরম্যাট থাকে আমি চেষ্টা করবো খেলার, যাতে করে আমি খেলার মধ্যে থাকি। আর সামনে তো অনেক খেলা, ইনশাআল্লাহ দেখা হবে।’
এনইউ/এটি