নিজেদের মান ধরে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক
বিশ্ব ক্রিকেটে বেশ সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে বাংলাদেশ। ঘরের মাঠের ফায়দা কাজে লাগিয়ে নিজেদের অর্জনের পরিসংখ্যান বাড়িয়ে নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। কিছুদিন আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলকে রীতিমতো মাটিতে নামিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে টাইগাররা। সে স্মৃতি এখনো টাটকা। এবার বাংলাদেশ দলের লক্ষ্য নিজেদের মান ধরে রাখা।
আজ (মঙ্গলবার) এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘এটা খুব ভালো সুযোগ দল হিসেবে। আমরা যেন আমাদের মানটা রাখতে পারি। আমরা সব সময় বলি ঘরের মাঠে আমরা খুব ভালো একটা দল। সেটি প্রমাণ করার আমাদের তাগিদ আছে। আমরা সেই চেষ্টাই করবো।’
বিজ্ঞাপন
ঘরে মাঠে বেশ শক্তিশালী বাংলাদেশ। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে জয়ের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ বাংলাদেশ দলের শেষ ৭ ম্যাচের ছয়টিতেই জয় স্বাগতিকদের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান মাহমুদউল্লাহ রিয়াদরা।
কিউইদের বিপক্ষে যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ তার প্রথম ম্যাচ আগামী ১ সেপ্টেম্বর। বাকি ৪টি ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো শুরু হবে বিকাল ৪টায়। এই সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে টাইগার দলপতি জানালেন, মিরপুরের উইকেটের কন্ডিশনে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ।
মাহমুদউল্লাহর ব্যাখ্যা, ‘আমার মনে হয় ওরা খুব ভালো একটা দল। নিউজিল্যান্ড এমন একটা দল যারা খুব ভালো হোমওয়ার্ক করে। এবং খুব ডিসিপ্লিনিড। ওরা যে প্ল্যান করে সেই প্ল্যানেই সব সময় ঠিক থাকার চেষ্টা করে। ওদের সঙ্গে আমাদের ভালো খেলতে হলে ডিসিপ্লিনিড ক্রিকেট খেলতে হবে। আমার মনে হয় আত্মবিশ্বাস নিয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। মিরপুরের উইকেটের কন্ডিশনে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ।’
টিআইএস/এমএইচ