বাংলাদেশে এসেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তার আগে আজ (শুক্রবার) দেশটির দুই ক্রিকেটার ঢাকায় এসে পৌঁছেছেন। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে সরাসরি বাংলাদেশে এসেছেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম।
২০ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে এই দুই ক্রিকেটারকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমান বন্দর থেকে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় পা রেখেই সরাসরি হোটেলে চলে যান এই দুই কিউই ক্রিকেটার। সেখানে কোয়ারেন্টাইন করবেন তারা।
বিজ্ঞাপন
এর আগে গত মঙ্গলবার নিউজিল্যান্ড থেকে দুজনের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। একজন সিকিউরিটি অফিসার, আরেকজন কোভিড-১৯ প্রটোকল ম্যানেজার। এখানে ৩ দিনের কোয়ারেন্টাইন শেষে প্রতিনিধি দল যাবতীয় সুযোগসুবিধা পর্যবেক্ষণ করবে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসবে ২৪ অক্টোবর। এজন্য আগেভাগে এখানে এসে জৈব সুরক্ষা বলয়, হোটেল, হোটেল থেকে মাঠে যাতায়াত প্রক্রিয়া, হাসপাতাল, অনুশীলনের সুযোগসুবিধা পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দল।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে বিকেল ৪টায়। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
টিআইএস/এনইউ