অস্ত্র হাতে আফগান ক্রিকেট বোর্ডে ঢুকল কারা?
আশার বাণী শোনা যাচ্ছিল আফগান ক্রিকেট বোর্ডে। বোর্ডের প্রধান কার্যনির্বাহী হামিদ শিনওয়ারিই তো বলেছিলেন, তালেবানরা ক্রিকেট ভালোবাসে, এতে কোনো ক্ষতিই হবে না। তবে দিন চারেকের মধ্যে পরিস্থিতিতে এলো নেতিবাচক পরিবর্তন। বৃহস্পতিবার কাবুলে বোর্ডের সদর দপ্তরে ঢুকে পড়েছে দখলদার বাহিনী। সেই ছবি রীতিমতো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
সেই ছবিতে দেখা যাচ্ছে, সেই বাহিনীর সঙ্গে দেশটির সাবেক ক্রিকেটার আবদুল্লাহ মাজারিও আছেন। আরও দেখা মিলেছে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সদর দপ্তরের কনফারেন্স হলের দখল নিয়েছে তালেবানরা। এর আগ পর্যন্ত কেবল দেশের রাজপথে অস্ত্র হাতে টহল দিচ্ছিল তালেবানরা। এবার তার প্রভাব এলো দেশটির আফগান ক্রিকেট সংস্থাতেও।
বিজ্ঞাপন
এর আগ পর্যন্ত অবশ্য পরিস্থিতি ‘স্বাভাবিক’ই ছিল। বোর্ডের প্রধান কর্তার কাছ থেকে আশ্বাস মিলছিল। কাবুল দখল হয়ে যাওয়ার মধ্যেই বোর্ড ব্যাটিং কোচ হিসেবে আভিস্কা গুনাবর্ধনেকে নিয়োগ দেয়। এরপর ক্রিকেটাররাও অনুশীলনে যান, ফলে ধারণা করা হচ্ছিল চলমান পরিস্থিতির প্রভাব পড়বে না ক্রিকেটে। এ বিষয়ে উদ্বিগ্ন আইসিসিও বোর্ডের সঙ্গে রাখছিল নিয়মিত যোগাযোগ।
তবে এর পরই ঘটনায় এলো নতুন মোড়। আফগানিস্তানের ক্রিকেট বোর্ডে তালেবান ঢুকে পড়ায় সে দেশের ক্রিকেট নিয়ে আবারও তৈরি হলো অনিশ্চয়তা।
আইপিএল এগিয়ে আসছে। সেই আইপিএলে নিজ নিজ দলে বেশ গুরুত্বপূর্ণ খেলোয়াড় রশিদ খান, মোহাম্মদ নবীরা। বিশ্বকাপেরও তো খুব বেশি দিন বাকি নেই। সেই বিশ্বকাপে এবার আফগানদের খেলা হবে কিনা, এর আগে রশিদদের আইপিএল-ভাগ্যে কী ঘটবে, চলমান ঘটনাপ্রবাহের ফলে অনিশ্চয়তা সৃষ্টি হলো সে নিয়েও।
এনইউ