অস্ট্রেলিয়া সিরিজে মন্থর উইকেট দারুণ সাফল্যই এনে দিয়েছিল বাংলাদেশকে/ফাইল ছবি

 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ অক্টোবর বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সিরিজ শুরু হবে আগামী মাসের শুরুর দিকে। বাংলাদেশ সফরে তুলনামূলক দুর্বল দল পাঠাচ্ছে কিউইরা। সম্প্রতি অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করা স্বাগতিকদের লক্ষ্য নিউজিল্যান্ডের বিপক্ষেও দাপুটে জয়। তবে ভাবনায় ফেলেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং সহায়ক মন্থর উইকেট বানিয়ে সফলতা পেয়েছিল বাংলাদেশ। ধারণা করা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজেও একই পথে হাঁটবে টিম ম্যানেজমেন্ট। তবে সামনে যেহেতু বিশ্বকাপ ভাবনা, সেখানে ভাবতে হবে টাইগারদের আদর্শ প্রস্তুতি নিয়েও। 

বাংলাদেশ দলের বিশ্বকাপ ভাবনায় থাকা এক বোলার ঢাকা পোস্টকে বলছিলেন, ‘উইকেট কেমন হবে এটা তো জানি না। তবে বোলার হিসেবে আমি চাইব অস্ট্রেলিয়া সিরিজের উইকেট। এমন উইকেট তো বোলারদের জন্য আদর্শ। আমার মনে হয় সব বোলারই এমন উইকেট পেতে চাইবে।’

সঙ্গে যোগ করেন তিনি, ‘হ্যাঁ, এটাও ঠিক যে বিশ্বকাপের আগে আমাদের কোনও খেলা নেই। নিউজিল্যান্ড সিরিজে স্পোর্টিং উইকেটে খেলা হলে প্রস্তুতিটা ভালো হবে। তবে সবকিছু তো টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।’

অস্ট্রেলিয়া সিরিজ শেষে অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছিলেন, ‘বিশ্বকাপের প্রস্তুতির সঙ্গে এই সিরিজ মেলানো ঠিক হবে না।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা করেছেন তিনি।

আগামী অক্টোবরে বিশ্বকাপ খেলতে মধ্যপ্রাচ্যে পাড়ি জমাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপের আগে আর কোনও খেলা নেই বাংলাদেশ জাতীয় দলের। যেহেতু মধ্যপ্রাচ্যের উইকেট ব্যাটিং সহায়ক হয়, সঙ্গে আইসিসির ইভেন্টে থাকে স্পোর্টিং উইকেট, সেখানে ঘরের মাঠে মন্থর উইকেটে খেলে কতটুকু প্রস্তুতি সারবে বাংলাদেশ দল? সে প্রশ্ন ডালপালা মেলছে।

এনিয়ে ক্রিকেটারদের মধ্যে যেমন দুই রকমের ভাবনা আছে, তেমনি আছে সমর্থকদের মধ্যেও। তবে সব ছাপিয়ে টিম ম্যানেজমেন্টের কাছে গুরুত্ব পাচ্ছে সিরিজ জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় আত্মবিশ্বাসের পালে হাওয়া দেবে দলের।

জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানালেন, ‘উইকেট নিয়ে মন্তব্য করা এখনই ঠিক হবে না। আমরা সবার সঙ্গে আলোচনা করছি এ নিয়ে, আপনারা দেখতে পারবেন কেমন উইকেটে খেলা হচ্ছে। তবে আমি মনে করি সিরিজ জয়টা বড় ব্যাপার। নিউজিল্যান্ড কেমন দল পাঠাচ্ছে এটি ইস্যু নয়। দিন শেষে দলটি নিউজিল্যান্ড, এমন একটি দলের বিপক্ষে সিরিজ জয় বড় অর্জন। এতে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়বে।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে পা রাখবে আগামী ২৪ আগস্ট। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। 

টিআইএস/এটি/এনইউ