সব ঠিক আছে কিনা দেখতে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল ঢাকায়
জৈব সুরক্ষা বলয়ের কারণে বেশ কঠিন হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। ক্রীড়াঙ্গনে এর প্রভাব দৃশ্যমান। ক্রিকেটে কোনও সিরিজ বা টুর্নামেন্ট শুরুর আগে বেশ কাঠখড় পোড়াতে হয় ক্রিকেট বোর্ডগুলোকে। অস্ট্রেলিয়া সিরিজ সফলভাবে আয়োজনের পর এবার নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে কিউইদের ২ সদস্যের প্রতিনিধি দল ঢাকায়। জৈব সুরক্ষা বলয় আর সুযোগসুবিধা পর্যবেক্ষণ করবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানালেন, মঙ্গলবার নিউজিল্যান্ড থেকে দুজনের প্রতিনিধি দল এসে পৌঁছেছে। এদের একজন সিকিউরিটি অফিসার, আরেকজন কোভিড-১৯ প্রটোকল ম্যানেজার। বাংলাদেশে এসে তারা হোটেল কোয়ারেন্টাইনে আছেন। তিনদিন কোয়ারেন্টাইন করবেন তারা। এর মধ্যে দুটি করোনাভাইরাস পরীক্ষা হবে তাদের।
বিজ্ঞাপন
কোয়ারেন্টাইন শেষে প্রতিনিধি দল যাবতীয় সুযোগসুবিধা পর্যবেক্ষণ করবে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসবে ২৪ অক্টোবর। এজন্য আগেভাগে এখানে এসে জৈব সুরক্ষা বলয়, হোটেল, হোটেল থেকে মাঠে যাতায়াত প্রক্রিয়া, হাসপাতাল, অনুশীলনের সুযোগসুবিধা পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দল।
এদিকে মূল দল ২৪ আগস্ট নিউজিল্যান্ড থেকে ঢাকায় আসলেও নির্ধারিত সময়ের ৪ দিন আগেই বাংলাদেশে এসে পৌঁছাবেন নিউজিল্যান্ডে দুই ক্রিকেটার। ১৫ সদস্যের দলে থাকা ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম বর্তমানে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলছেন।
দ্য হান্ড্রেড থেকে দেশে ফিরলে কোয়ারেন্টাইন শেষ না করে দলের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ নেই। যে কারণে আগামী ২০ আগস্ট ইংল্যান্ড থেকে সরাসরি আসবেন তারা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে পা রাখবে আগামী ২৪ আগস্ট। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
টিআইএস/এটি