বিশ্বকাপে ভালো করার উপায় বললেন রিয়াদ
মাস দুয়েক পরই সংযুক্ত আরব আমিরাতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই প্রতিযোগীতায় গ্রুপ পর্ব পার করে সুপার টুয়েলভে খেলতে হবে বাংলাদেশকে। আসন্ন বিশ্বকাপে ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। সেখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াদ জানিয়েছেন, বিশ্বকাপে ভালো করতে কাজে দেবে আগের সিরিজগুলোর ভালো ফল। ইতোমধ্যেই অস্ট্রেলিয়াকে ৪-১ এ টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ। আগামী মাসের শুরুতে মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই সিরিজগুলোতে ভালো করায় জোর দিচ্ছেন টাইগার অধিনায়ক।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘আমি মনে করি সব দলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। বিশেষ করে আমাদের জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা কিছু সিরিজ খেলছি। যদি ভালো করতে পারি এবং আত্মবিশ্বাস অর্জন করতে পারি বিশ্বকাপ শুরুর আগে এই সিরিজগুলো জিতে তাহলে তা আমাদের দলের জন্য বড় প্রেরণার হবে।’
প্রতিটি ম্যাচকেই গুরুত্বপূর্ণ মনে করছেন রিয়াদ, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আপনি যেই প্রতিপক্ষের সঙ্গেই খেলেন না কেন, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রথম বল থেকেই সেরাটা খেলতে হবে। মানসিকতা ঠিক রেখে আপনি দলের প্রক্রিয়ায় নজর রাখলে সব ম্যাচ জিততে পারবেন।’
নিজেদের শক্তির জায়গা নিয়ে রিয়াদ বলেন, ‘আমাদের শক্তির জায়গা হলো অলরাউন্ডাররা ও আমাদের বোলিং বিভাগ, ব্যাটিং বিভাগও বেশ ভালো। আমার মনে হয় আমাদের দলে বেশ ভারসম্যপূর্ণ। বিশেষ করে দলে আমরা ৫-৬ জন অলরাউন্ডার আছি, যারা বল ও ব্যাট করতে পারি। এই মুহূর্তে আমাদের পেস বোলাররা দারুণ করছে। তাছাড়া আমাদের স্পিন ডিপার্টমেন্ট তো আমাদের শক্তির জায়গা হিসেবে আছেই। যদি আমরা তাদের সাহায্য পাই তাহলে ভালো ফল করতে পারব।’
এমএইচ