নিউজিল্যান্ডের সিদ্ধান্তে অবাক সাকিব-তামিমদের কোচ
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। একই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডও দিয়েছে তারা। তবে বিশ্বকাপের জন্য ডাক পাওয়া কোনও ক্রিকেটার নেই বাংলাদেশ সফরে। এই ব্যাপারটি অবাক করেছে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে।
সংবাদমাধ্যমকে ডমিঙ্গো বলেন, ‘নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে আমি কিছুটা অবাক হয়েছি। তবে নিউজিল্যান্ডে এখন অনেক ভালো ক্রিকেটার রয়েছে। তাদের অনেক ক্রিকেটার আইপিএলে খেলে। তারা কাকে কাকে বাংলাদেশে পাঠাচ্ছে এটা দেখে আমি অবাক নই, অবাক লাগছে এটা দেখে যে বাংলাদেশে যারা খেলবে তাদের কেউ বিশ্বকাপে খেলবে না। এখানকার কন্ডিশন বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো হতো।’
বিজ্ঞাপন
সঙ্গে যোগ করেন ডমিঙ্গো, ‘এসব সিরিজ থেকে যেকোনো প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস নেওয়ার আছে। ক্রিকেটে আত্মবিশ্বাস খুবই জরুরী। জানি টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের এখনও অনেক বিভাগে উন্নতি করার আছে।’
আগামী ২৪ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১ থেকে ১০ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের দলে টম লাথামকে অধিনায়ক করে জায়গা দেওয়া হয়েছে এক ঝাঁক নতুন মুখ।
নিউজিল্যান্ড দল তরুণ হলেও সিরিজ জিততে নিজেদের ভালো খেলা আগে নিশ্চিত করতে হবে বলে জানালেন ডমিঙ্গো, ‘আমরা দেশের মাটিতে খেলছি, ভালো খেলছি। আমরা অনুভব করি নিউজিল্যান্ডকে হারাতে পারব। তবে নিশ্চিত করতে হবে আমরা যেন ভালো খেলি।’
টিআইএস/এটি