বাংলাদেশের সিরিজ জয় উদযাপন নিয়ে অস্ট্রেলিয়া দলে ঝগড়া
ঐতিহাসিক সিরিজ জয়। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো তাদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর বাঁধনহারা উদযাপন টাইগারেদের। নাচে-গানে মুখরিত লাল-সবুজের ড্রেসিংরুম। সাকিব আল হাসানদের সেই উদযাপন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটেও দেখা যায় বাংলাদেশ দলের বিজয় উল্লাসের সেই ভিডিও, যা একেবারে পছন্দ হয়নি অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের।
‘আমরা করব জয়’ গানটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিজয়সংগীতে পরিণত হয়েছে। অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করার পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা ড্রেসিংরুমে গিয়ে এই গান গেয়ে সিরিজ জয় উদযাপন করেন। সেই উদযাপন দেখা গেছে সিরিজের শেষ ম্যাচ জয়ের পরেও।
বিজ্ঞাপন
বাংলাদেশ দলের বিজয় উদযাপনের ভিডিও চিত্র ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে পোস্ট করা হয়। অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গার আর ম্যানেজার ডোভির ক্ষোভ, ক্রিকেট অস্ট্রেলিয়া কেন এই ভিডিও পোস্ট করেছে, সেটি নিয়ে।
‘ক্রিকেট ডটকম ডট এইউ’র দুজন প্রতিনিধি বাংলাদেশ সফরে এসেছিলেন অস্ট্রেলিয়া দলের সঙ্গে। মূলত তারাই সেই উদযাপনের ভিডিও শেয়ার করেন। তা দেখে ক্ষুব্ধ ল্যাঙ্গার আর ম্যানেজার ডোভির তাদেরকে বলেন, কাজটি কোনোভাবেই উচিত হয়নি। তারাও নিজেদের যুক্তি উপস্থাপনের চেষ্টা করেন। এই আলোচনা একপর্যায়ে রীতিমতো ঝগড়ায় পরিণত হয়। টিম হোটেলে অনেকের সামনেই ঘটা ঘটনাটিতে অস্ট্রেলীয় ক্রিকেটাররাও বিব্রত বোধ করছিলেন বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।
অস্ট্রেলীয় টিম ম্যানেজার সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, ‘হ্যাঁ, বিষয়টিতে আমাদের মতে পার্থক্য ছিল এবং এ মতপার্থক্যের বিষয়টি আমরা মেনে নিয়েছি। তবে এটি এমন একটা আলোচনা ছিল, যেটি লোকচক্ষুর আড়ালেই হওয়া উচিত ছিল। আমি বিষয়টির দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নিচ্ছি।’
টিআইএস