মুস্তাফিজ বন্দনায় ভারতীয় কিংবদন্তি
কোন উইকেট পাননি তিনি, তারপরও প্রশংসায় ভাসছেন মুস্তাফিজুর রহমান। তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বোলিং ফিগারটাই তাকে আলাদা করে দিয়েছে। ৪-০-৯-০! টি-টোয়েন্টিতে এমন ফিগার বাঁধিয়ে রাখার মতো। তার হাত ধরেই যে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জিতল বাংলাদেশ। ম্যাচের সঙ্গে সিরিজের ট্রফিটাও নিশ্চিত হয়েছে।
এমন সাফল্যের পর খোদ অধিনায়ক মাহমুদউল্লাহ ম্যাচ শেষে বলছিলেন, ‘আমার মনে হয় মুস্তাফিজের আজ (শুক্রবার) যে বোলিং স্পেলটা ছিল, সেটা ৫ উইকেটের স্পেলের চেয়ে কোনো অংশে কম আমি বলব না। এটার মূল্য এমনই ছিল। শেষ ওভারে এসে ৫টা ডট বল করা, একটা রান দেওয়া- এটা অনেক। আলহামদুলিল্লাহ, ও দলের জন্য এটা করেছে।’
বিজ্ঞাপন
মুস্তাফিজ বন্দনায় মেতেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণও। যিনি বেশ কাছ থেকেই দেখেছেন দ্য ফিজকে। এবার টেলিভিশনের পর্দায় দেখলেন কাটার মাস্টারের ম্যাজিক। তৃতীয় টি-টোয়েন্টির সবচেয়ে মূল্যবান খেলোয়াড় মুস্তাফিজ। কোনো উইকেটের দেখা না পেলেও মুস্তাফিজের বোলিং ছিল দেখার মতো। ১৯তম ওভারে মাত্র ১ রান দেন মুস্তফিজ। তখন শেষ ২ ওভারে অস্ট্রেলিয়ার জিততে চাই ২৩ রান।
তার সেই ওভারে জয় নিশ্চিত হয়ে যায়। শেষ অব্দি ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজ একটা সময় খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। দলটির সঙ্গে আছেন লক্ষ্মণ। সেই দলটিতে খেলার সময় অবশ্য পথ হারান দ্য ফিজ। ফের মুস্তাফিজ ফর্মে ফেরায় খুশি লক্ষ্মণ।
— VVS Laxman (@VVSLaxman281) August 6, 2021
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে টুইটারে লক্ষ্মণ লিখলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জেতা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। মুস্তাফিজকে ওর সেরা ছন্দে ফিরতে দেখে খুব ভালো লাগছে। কী অসাধারণ বোলিং নৈপুন্য! বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কথা ভেবেও ভালো লাগছে।’
এখন এই ছন্দটা ধরে রাখবেন দ্য ফিজ-এমনটাই প্রত্যাশা মাহমুদউল্লাহর। বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘দেখুন, আমি সবসময়ই বিশ্বাস করি মুস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার, বিশ্বমানের বোলার। ইনশাআল্লাহ, ও আমাদের দলকে আরও অনেক বছর সার্ভিস দেবে। আরও অনেক ম্যাচ জেতাবে।’
এটি/এনইউ