মুস্তাফিজুর রহমান বন্দনায় মেতেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরুর দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে অজিরা। ঘুরে দাঁড়াতে জয় ভিন্ন পথ নেই সফরকারীদের। তার জন্য আগে আটকাতে হবে মুস্তাফিজকে। সে বার্তা আগেই দিয়ে রেখেছেন মোইজেস হেনরিক্স, অ্যাশটন অ্যাগাররা। তবে কাজটা যে সহজ না একেবারে, সেটিও পাল্টা জানালেন মুস্তাফিজের জাতীয় দলের সতীর্থ শেখ মেহেদী হাসান।

এক ভিডিও বার্তায় মেহেদী বলেন, ‘মুস্তাফিজ আসলে কী জিনিস আমরা সবাই ভালো করে জানি। বয়সভিত্তিক দলে ওর সঙ্গে খেলেছি। জাতীয় ক্রিকেট লিগ বা অন্য কোথাও যখন খেলেছি, তখন ওর উপরই পেস বোলিং ইউনিট নির্ভর করত। সব সময় সেই ব্রেক থ্রু এনে দিত। মুস্তাফিজ আমাদের কন্ডিশনে কী বোলার আমরা সবাই জানি। ওর ধার কমেনি, আমাদের কন্ডিশনে ও খুব বিপজ্জনক।’

গত ৩ ও ৪ আগস্ট টানা দুই ম্যাচ খেলার পর আজ (বৃহস্পতিবার) নিজেদের সময়টা হোটেলে কাটিয়েছে বাংলাদেশ দল। সফরকারী অস্ট্রেলিয়া অনুশীলনে নামলেও বিশ্রামে কেটেছে স্বাগতিক শিবিরের সময়। প্রতিপক্ষ যেখানে মুস্তাফিজকে নিয়ে ছক কষতে ব্যস্ত, তখন নির্ভার টাইগাররা। 

জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে পাঠানো ভিডিও বার্তায় মেহেদী জানালেন, ‘ওর (মুস্তাফিজ) বিপক্ষে খেলতে হলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের প্রতিটি বল হিসাব করে খেলতে হয়। ও নিজের জায়গায় কাজটা ভালোভাবেই করে যাচ্ছে। আশা করি সামনে যে ম্যাচগুলো আছে, সেগুলোতে মুস্তাফিজ দিন দিন উন্নতি করে যাবে। গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দিয়ে দলকে ভালো অবস্থানে রাখবে।’

মুস্তাফিজকে নিয়ে এমন আলোচনার কারণও আছে বৈকি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে নিয়েছেন ৫ উইকেট। সঙ্গে ব্যাটসম্যানদের ভুগিয়েছেন বেশ। প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ডট দেন ১২টি। যেখানে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২৩ রান খরচায় নেন ৩ উইকেট। ডট বল করেন ১১টি।

টিআইএস/এমএইচ