অভিষেকের পরেই বিশ্ব ক্রিকেটে নিজের জন্য আলাদা জায়গা তৈরি করেছেন মুস্তাফিজুর রহমান। তবে বাংলাদেশের এই পেসারের এতটা বিষাক্ত রূপ দেখা হয়ে ওঠেনি অস্ট্রেলিয়ার। এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে প্রথম দুই ম্যাচ পরেই মুস্তাফিজ বন্দনায় মেতেছে অজিরা। এমন কী অস্ট্রেলিয়ায় এই সিরিজ সম্প্রচার না হওয়ায় সেখানকার তরুণ বোলাররা মুস্তাফিজের স্লোয়ার দেখা থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন অজি অলরাউন্ডার অ্যাশটন অ্যাগার।

অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে খেলবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। এ সিরিজ দেখতে পারছেন না অস্ট্রেলিয়ায় বসবাসকারীরা। তাদের জাতীয় দলের বাংলাদেশ সফরের খেলা স্বীকৃত কোনো মাধ্যমে দেখানোই হচ্ছে না। ১৯৯৪ পাকিস্তান সফরের পর এবারই প্রথম দেশের বাইরে অস্ট্রেলিয়ার কোনো সিরিজ দেখাচ্ছে না অস্ট্রেলিয়ান কোনো টেলিভিশন কিংবা অন্য কোন মিডিয়া। 

অস্ট্রেলিয়ায় খেলা দেখার ব্যবস্থা না থাকার বিষয়ে অজি অলরাউন্ডার অ্যাগার বলেন, ‘আমি মনে করি সবাই খেলা দেখতে চায়। উপভোগের জন্য রোমাঞ্চকর খেলা হচ্ছে। ভিন্ন কন্ডিশন, ভিন্নধর্মী শিক্ষার সুযোগ এসব দেখতে সবাই পছন্দ করত। বোলাররা মুস্তাফিজের করা স্লো বল দেখতে পারত। মানুষ এমন খেলা দেখে কী ভাববে এটা নিয়ে ভাবা যাবে না। এটা খেলারই অংশ।’

সঙ্গে যোগ করেন অ্যাগার, ‘আমার স্ত্রীও খুশি নয়। কারণ সে আমাকে টিভিতে দেখতে পাচ্ছে না। তবে এটা এমন একটা ব্যাপার যা সম্পর্কে আমি খুব বেশি জানি না। তবে তাতে সে আমাকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তার সুযোগ পাচ্ছে না, এটা ভালো হলো!’

চলমান অস্ট্রেলিয়া সিরিজের শুরু থেকে বল হাতে দ্রুতি ছড়াচ্ছেন মুস্তাফিজ। চোটের কারণে জিম্বাবুয়ে সফরের শেষ দুই টি-টোয়েন্টি খেলতে পারেননি। এবার ফিরেই কার্যকারী কাটার আর স্লোয়ারে নাস্তানাবুদ করছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। 

অজিদের বিপক্ষে দুই ম্যাচে বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তবে ভুগিতেছেন বেশ। প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ডট দেন ১২টি। যেখানে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২৩ রান খরচায় নেন ৩ উইকেট। ডট বল করেন ১১টি।

টিআইএস/এটি