গ্লেন ম্যাক্সওয়েল/ফাইল ছবি

একদিক থেকে বেশ যন্ত্রণামুক্তই আছে অস্ট্রেলিয়ান ক্রিকেট সমর্থকরা। কারণ বাংলাদেশের মাঠে ভরাডুবি যে দেখতে হচ্ছে না তাদের। চাইলেও ৫ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ দেখতে পারছেন না অস্ট্রেলিয়ায় বসবাসকারীরা। তাদের জাতীয় দলের বাংলাদেশ সফরের খেলা স্বীকৃত কোনো মাধ্যমে দেখানোই হচ্ছে না। ১৯৯৪ পাকিস্তান সফরের পর এবারই প্রথম দেশের বাইরে অস্ট্রেলিয়ার কোনো সিরিজ দেখাচ্ছে না অস্ট্রেলিয়ান কোনো টেলিভিশন কিংবা অন্য কোন মিডিয়া। 

তার মানে কী সিরিজটাকে গুরুত্ব দিচ্ছে না অজিরা? না, তেমনটা অবশ্য নয়। তারা বরং খেলা দেখার জন্য হন্যে হয়ে আছে। এই যেমন মিরপুরে বুধবার সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর পরই গ্লেন ম্যাক্সওয়েলের একটি টুইট ভাইরাল। তিনি লিখলেন, ‘অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি খেলা দেখার লিংক আছে কারও কাছে?’ 

ঠিক এভাবেই খেলার লিংক খুঁজে বেরাচ্ছেন অনেকে। এর আগে নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চও টুইটারে লেখেন, ‘খেলার লিংক কোথাও খুঁজে পাচ্ছি না। ভেবেছিলাম অস্ট্রেলিয়ায় ইউটিউবের মাধ্যমে ম্যাচটা দেখা যাবে।’ 

ম্যাক্সওয়েল অবশ্য বাংলাদেশ সফরে আসেন নি ব্যক্তিগত কারণে। তার মতোই নেই ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সও। আর চোটে খেলা হচ্ছে না স্টিভেন স্মিথ ও অ্যারন ফিঞ্চের।

সফরে না আসলেও ম্যাচ দেখার তো ইচ্ছে ফুরিয়ে যায়নি। সতীর্থদের খেলা টেলিভিশনেরও দেখার সুযোগ মিলছে না। যদিও টানা দুই ম্যাচেই হেরেছে অজিরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশ তাদের হারাল ৫ উইকেটে। আগের ম্যাচেও জয়। সব মিলিয়ে ২-০ তে এগিয়ে টাইগাররা। 

এটি/এনইউ