প্রথম ম্যাচে এসেছিল দারুণ জয়। তাতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এমনিতেই ছিলেন উজ্জীবিত। সিরিজের আগে জৈব সুরক্ষা বলয়, নানা শর্ত এসবের আলোচনা ছাপিয়ে ওই ম্যাচ ফিরিয়েছিল মাঠের ক্রিকেটে। 

এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশ জিতেছে পাঁচ উইকেটের ব্যবধানে। এই ম্যাচ জয়ের পথে একটি ইতিহাস লিখেছে টাইগাররা। এই প্রথম অস্ট্রেলিয়াকে যেকোনো ধরনের ক্রিকেটে টানা দুই ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। 

অবশ্য এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ই মোট চারটি। ২০০৫ সালে কার্ডিফে প্রথমে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৭ সালে ঘরের মাঠে টেস্টে অজিদের হারায় বাংলাদেশ। এবার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতেই জয় পেল টাইগাররা। 

এছাড়াও এই ম্যাচেই অজিরা আগে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলে সর্বনিম্ন রানে গুটিয়ে গেছে। এদিন টস ভাগ্য ছিল না মাহমুদউল্লাহর পক্ষে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। ব্যাট হাতে তারা দাঁড় করায় ১২১ রানের সংগ্রহ। 

পরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা বিপাকে পড়েছিল বাংলাদেশ। পরে অবশ্য সাকিব আল হাসান, আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের ব্যাটে চড়ে সহজেই জয় পেয়েছে টাইগাররা। ১২২ রানের লক্ষ্য টপকে গেছে পাঁচ উইকেট ও ৮ বল হাতে রেখে।  

এমএইচ