দুপুর গড়াতেই নিশ্চিত হয়েছে সময় মতোই বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ২৪ আগষ্ট ঢাকায় পা রাখবে কিউইরা। এর মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে জৈব সুরক্ষা বলয়ের বাইরে বেশি দিন থাকতে পারছে না বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের সঙ্গেও টাইগাররা খেলবে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। তবে অস্ট্রেলিয়ার মতো সেই সূচি ঠাসবুনোট নয়।

অজিরা বাংলাদেশের সঙ্গে ৫টি ম্যাচ খেলবে ৭ দিনে। অন্যদিকে নিউজিল্যান্ডের সঙ্গে ১০ দিনে হবে সমান সংখ্যক ম্যাচ। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেল অজিদের মতো এতোটা সুরক্ষা পাচ্ছে না। অবশ্য সূচিতেই সেটি স্পষ্ট হয়ে আছে। বাংলাদেশে তাদের থাকতে হচ্ছে ১৭ দিন। অস্ট্রেলিয়া থাকবে ১৩ দিন। 

অজিদের ক্ষেত্রে বাংলাদেশে সুরক্ষা ব্যবস্থা কঠোর হলেও কিউইদের জন্য তা কিছুটা শিথিল হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তেমনটাই নিশ্চিত করেছেন। 

করোনা সংক্রমণের এই সময়ে দুই দলের জন্য কেন আলাদা সুরক্ষা বলয় এনিয়ে বুধবার বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট দল বাংলাদেশে এসেছে চাটার্ড ফ্লাইটে। অন্যদিকে নিউজিল্যান্ড আসবে বানিজ্যিক ফ্লাইটে। এখানেই স্পষ্ট অজিদের মতো তারা অন্য মানুষের সংস্পর্শ এড়িয়ে আসবে না। এ কারণেই দুই দলের জন্য একই সুরক্ষা ব্যবস্থা থাকার কারণ নেই।’

২৪ আগষ্ট পাঁচ টি-টোয়েন্টির এক সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে পা রাখবে আগামী ২৪ আগস্ট। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। 

এটি/এমএইচ