বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ দেখবেন যে চ্যানেলে
অনেক অনিশ্চয়তার মেঘই জমে গিয়েছিল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে। সে সব অনিশ্চয়তাকে একপাশে ঠেলে অবশেষে বঙ্গমুল্লুকে এসেছে অজিরা। ৩ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে ৫ টি-টোয়েন্টির এই সিরিজ। তবে করোনাকালে দর্শকদের মাঠে যাওয়ার অনুমতি দিচ্ছে না বিসিবি, ফলে ভক্তদেরকে খেলা দেখতে হবে কেবল টিভি পর্দাতেই।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সবকটি টি-টোয়েন্টি দেখাবে বাংলাদেশের দুটো চ্যানেল। দেশের প্রথম ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস আর গাজী টিভি দেখাবে এই সিরিজের ৫ টি-টোয়েন্টি।
বিজ্ঞাপন
তবে টেলিভিশনে না দেখতে পারলে ইউটিউবেও দেখতে পাবেন দর্শকরা। র্যাবিটহোল বিডির চ্যানেলে দেখা যাবে খেলাটি। তাদের ওয়েবসাইটেও দেখা মিলবে অস্টেলিয়া বাংলাদেশের এই টি-টোয়েন্টি দ্বৈরথের।
মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজটি মাঠে গড়াবে আগামী ৩ আগস্ট থেকে। এই সিরিজের সবকটি ম্যাচই শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে।
এনইউ/এটি