একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
আগের দুই ম্যাচে টস ভাগ্য ছিল না তার পক্ষে। তবে হোয়াইটওয়াশ মিশনে শুরুতেই হাসিমুখ তামিম ইকবালের। জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে মঙ্গলবার সিরিজের তৃতীয়ও শেষ ওয়ানডেতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এবার দলে পরিবর্তনও এসেছে। অবশেষে একাদশে জায়গা পেলেন উইকেট কিপার-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। মেহেদী হাসান মিরাজ হাতের চোটে মাঠের বাইরে। তার জায়গায় টিম ম্যানেজম্যান্ট একাদশে ডাকল সোহানকে।
বিজ্ঞাপন
মঙ্গলবারের ম্যাচে বিশ্রাম পেলেন পেসার শরিফুল ইসলামও। তার জায়গায় দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে গোড়ালির চোটে মাঠের বাইরে ছিলেন এই তারকা পেসার।
হারারে স্পোর্টস ক্লাবে এই ম্যাচটি জিতলে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরও ১০ পয়েন্ট নিশ্চিত হবে টাইগারদের। এই ১০ পয়েন্ট পেলে সরাসরি বিশ্বকাপে খেলার পথে অনেকটা এগিয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিকে জিম্বাবুয়ে দলেও দুই পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার টিনাশে কামুনহুকামউই। তার জায়গায় ফিরেছেন রায়ান বার্ল। বিশ্রাম পেলেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। দলে ফিরেছেন আরেক পেসার ডোনাল্ড টিরিপানো।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ
ব্রেন্ডন টেলর (অধিনায়ক), টিমাইসেন মারুমানি, রায়ান বার্ল, রেজিস চাকাভা, ডিওন মায়ার্স, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, লুক জঙ্গুয়ে, ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা।
এটি