শ্রীলঙ্কার বিপক্ষেই সিরিজেই মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে উইকেটের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেট শিকার করে এবার ছাড়িয়েই গেলেন তাকে।

বাংলাদেশের জার্সি গায়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের তালিকায় মাশরাফি বিন মুর্তজা সাকিব ছুঁয়ে ফেলেছিলেন সেই শ্রীলঙ্কা সিরিজে। দ্বিতীয় ম্যাচে দুই উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তাতে তার ওয়ানডে উইকেটসংখ্যা দাঁড়িয়েছিল ২৬৯টিতে। আজ টেলরকে ফিরিয়েই সে রেকর্ডটা একান্ত নিজের করে নিয়েছেন সাকিব।

২৭০ উইকেট নিয়ে শীর্ষে উঠে গেলেন তিনি। এই মাইলফলক ছুঁতে অবশ্য মাশরাফির চেয়ে কম ইনিংসে বল করতে হয়েছে সাকিবকে। তিনি হাত ঘুরিয়েছেন ২১০ ইনিংস। মাশরাফির লেগেছে ২২০ ইনিংস।

মাশরাফির বাংলাদেশের হয়ে ওয়ানডে উইকেটের সংখ্যা ২৬৯ হলেও ক্যারিয়ারে তার ওয়ানডে উইকেট ২৭০টি। অন্য উইকেটটি এশিয়া একাদশের হয়ে, আফ্রিকা একাদশের বিপক্ষে, আফ্রো এশিয়া সিরিজে পেয়েছিলেন তিনি।

তালিকায় এর পরেই আছেন সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি ওয়ানডেতে ২০৭ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। বাকিদের মধ্যে রুবেল হোসেনের সংগ্রহ ১২৯ উইকেট। মুস্তাফিজ ১২৪ উইকেট নিয়ে ওয়ানডেতে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৫ নম্বরে আছেন।

এনইউ/টিআইএস