জন্মদিনে ভালোবাসায় সিক্ত ধোনি
মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের এমন এক চরিত্র, প্রতিদিনই খবরের কাগজের বেশ খানিকটা জায়গা জুড়ে লেখা থাকত তার নাম। তথচ ২০১৯ বিশ্বকাপের পর আলোচনা থেকে দূরে সরে গেছেন ভারতীয় ক্রিকেটের এই সফল অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর ধোনি কোথায় থাকেন, কি করেন সেটিও অজানা সমর্থকদের। দিন দুয়েক আগে নিজের ১১তম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে গাড়ি উপহার দিয়ে আবার আলোচনায় আসেন ধোনি। আজ (৭ জুলাই) নিজের জন্মদিনে সিক্ত হচ্ছেন ভালোবাসায়।
বুধবার ৪০ বছর বয়সে পা রাখলেন ভারতের হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রিয় খেলোয়াড়ের জন্মদিনে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রতি মুহূর্তে ধোনিকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন তার প্রিয়জনেরা। সেই তালিকায় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, ধোনির আইপিএল ক্লাব চেন্নাই সুপার কিংসসহ রয়েছেন সুরেশ রায়না, মোহাম্মদ কাইফরা।
বিজ্ঞাপন
১৯৮১ সালের আজকের তারিখে (৭ জুলাই) ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচিতে জন্মগ্রহণ করেন ধোনি। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর ২৩ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে একদিনের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। সেই সিরিজে জ্বলে উঠতে না পারলেও পরের বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই করেন সেঞ্চুরি। তারপর তো লিখেছেন ইতিহাস।
২০০৭ সালে প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই ভারতকে এনে দেন টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। তার নেতৃত্বেই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে ভারত। ২০১১ সালে বিশ্বকাপে ভারতকে দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বাদ দেন ধোনি। বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি অনুমোদিত সবকটি ট্রফি জেতার নজির রয়েছে তার।
আইপিএলেও সফল ধোনি। অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংসকে তিনবার শিরোপা এনে দিয়েছেন তিনি। ধোনির নেতৃত্বে আইপিএলের ইতিহাসে আটবার ফাইনাল খেলেছে সিএসকে।
— ICC (@ICC) July 7, 2021
— Chennai Super Kings - Mask Pdu Whistle Pdu! (@ChennaiIPL) July 6, 2021
— KolkataKnightRiders (@KKRiders) July 6, 2021
— Suresh Raina (@ImRaina) July 6, 2021
— Mohammad Kaif (@MohammadKaif) July 6, 2021
টিআইএস/এটি