স্ত্রীকে ‘পুরোনো’ গাড়ি উপহার দিলেন ধোনি
কোথায় আছেন, কী করছেন মহেন্দ্র সিং ধোনি? বলা যায় রীতিমতো লোকচক্ষুর আড়ালে চলে গেছেন ভারতের সফল এই অধিনায়ক। নিজের বিবাহবার্ষিকীতে আলোচনায় ধোনি। তাকে নিয়ে আলোচনা হচ্ছে স্ত্রীকে উপহার হিসেবে দেওয়া গাড়িটিকে ঘিরে। যেটি উপহার হিসেবে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ধোনি পত্নী সাক্ষী সিং ধোনি।
গাড়ির প্রতি ধোনির প্রেমের কথা অজানা নয় সমর্থকদের। তার সংগ্রহশালায় অত্যাধুনিক সব গাড়ি রয়েছে। এবার স্ত্রীকে উপহার দিলেন বেশ পুরনো একটি গাড়ি, যাকে বলা হয় ‘ভিন্টেজ কার।’ এই গাড়ি উপহার হিসেবে পেয়ে দারুণ খুশি সাক্ষীও।
বিজ্ঞাপন
সেই গাড়ির একটি ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষী লিখছেন, ‘বিবাহবার্ষিকীর উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’
২০১০ সালের ৪ জুলাই সাক্ষীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মহেন্দ্র সিং ধোনি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর এখন শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
টিআইএস