হেরাথকে নিয়ে দীর্ঘমেয়াদী ভাবনা বিসিবির
ড্যানিয়েল ভেট্টোরি বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব শেষে হতেই স্থায়ীভাবে এই জায়গায় নতুন একজনকে খুঁজছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পদে আগেই শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথের নাম আগেই গণমাধ্যমে আসে। তবে তার সঙ্গে চুক্তি পাকা হয়নি বলে এড়িয়ে যায় বিসিবি। আজ (শনিবার) আনুষ্ঠানিকভাবে হেরাথের নাম ঘোষণা করা হয়।
বিসিবির তরফ থেকে জানানো হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত হেরাথের সঙ্গে চুক্তি করা হয়েছে। তবে সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা তার সঙ্গে কাজ করে সন্তুষ্ট হলে দুই পক্ষের চুক্তির মেয়াদ বাড়বে।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে আজ (শনিবার) সংবাদমাধ্যমকে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘স্পিন কোচ হিসেবে হেরাথকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি। ওদের পারফরম্যান্স দেখে যদি পছন্দ হয় আমরা লম্বা সময়ের জন্য যাব। কোভিডের জন্য কোচ নেওয়া খুব কঠিন। কোচরা কিন্তু অ্যাভেইলেবল নয়। সব দিক থেকে চিন্তা-ভাবনা করে আমরা শর্ট টাইমের জন্য নিয়েছি। যদি ওরা ভালো করে, তাদের দিয়েই কন্টিনেউ করানো হবে।’
সঙ্গে যোগ করেন আকরাম, ‘ওকে যদি পছন্দ করে খেলোয়াড়রা, সঙ্গে ও যদি ভালো করে তাহলে হয়তো আমরা চিন্তা-ভাবনা করব, বিশ্বকাপের পরে। তবে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ওকে আমরা চুক্তিতে নিয়ে এসেছি।’
যখন বিসিবির সঙ্গে হেরাথের আলোচনা চলছিল, তখন বাংলাদেশ দলের কোচ হতে চাওয়ার বিষয়টি গণমাধ্যম আসলে বেকে বসেন লঙ্কান সাবেক স্পিনার। জানা যায়, পূর্ণ মেয়াদে কাজ না করে দিন হিসেবে চুক্তি করতে চান হেরাথ। সুযোগ বুঝে নিজের দাম বাড়িয়ে দেন তিনি। বিসিবির কাছে দাবি করেন, ভেট্টোরির সমান পারিশ্রমিক।
এবার হেরাথের সঙ্গে কি ধরনের চুক্তি হলো বিসিবির? আকরাম জানালেন, দিন গড়ে নয়, রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসনদের মতো পূর্ণ মেয়াদে কাজ করবেন হেরাথ। আকরাম বলেন, ‘ও নির্দিষ্ট কিছু দিনের জন্য থাকবে। সাধারণ কোচেরা যেভাবে আছে সেও ওভাবেই থাকবে।’
টিআইএস/এটি