বুমরাহ ও তার স্ত্রী সাঞ্জানা গাণেশান/ফাইল ছবি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন কিছুক্ষণ পরেই। তার আগে স্ত্রী সাঞ্জানা গাণেশানকে সাক্ষাৎকার দিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। নিজের জীবনের বহু স্মৃতি ঝাঁপি খুলে দিলেন তিনি, সামলেছেন স্ত্রীর প্রশ্নের বাউন্সারও। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বুমরাহ’র বিভিন্ন ছবি দেখিয়ে সেই ছবির পিছনের গল্প জসপ্রীত বুমরাহকে জিজ্ঞাসা করলেন তাঁর স্ত্রী সাঞ্জানা গাণেশান।

বোলার না হলে হয়তো ভাল গিটার বাজাতেন বুমরাহ। বোনের গিটার নিয়ে টুংটাং করতেন, সে সময় একটা ছবি তোলা হয়েছিল তার। সেই ছবি দেখে বুমরাহর স্ত্রী ও এই অনুষ্ঠানের সঞ্চালক সাঞ্জানা গাণেশান প্রশ্ন করে বসেন, ‘আপনি কী গিটার বাজাতে পারেন?’ বুমরাহ উত্তর,  ‘ছোট বেলা থেকেই আমার ইচ্ছে ছিল গিটার বাজানোর। কিন্তু সে স্বপ্ন পূরণই হয়নি আর। গিটার শেখা হয়নি। তাই বোনের গিটার নিয়েই ছবি তুলেছিলাম আরকি।’ 

এরপরই আসে বিয়ে কথা। সেই দিনের ছবি দেখিয়ে স্বামীর অনুভূতির কথা জানতে চান স্ত্রী সাঞ্জানা। বুমরাহর জানালেন, সেটা ছিল তার জীবনের সবচেয়ে স্মরণীয় এক দিন।

বুমরাহ সাঞ্জানাকে জানান, ‘তুমিও তো সেই দিনটার একটা অংশ ছিলে। নিশ্চয়ই তোমারও সবগুলো মুহূর্ত গুলো মনে আছে ভালোভাবেই। আমরা দু’জনেই সেদিন বিয়ের সময় একে অপরকে দেখে খুব হাসছিলাম। বিয়ের সাজসজ্জা থেকে শুরু করে ইনস্টাগ্রামের ক্যাপশনটা পর্যন্ত, সব খুবই ভালো ছিল।’

জীবনের সেরা প্রাপ্তি কী, এমন প্রশ্নের জবাবে বুমরাহ জানান, অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক বোর্ডার-গাভস্কার ট্রফি জেতাটা জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। তার অভিমত, সেই সিরিজ জয়টাই দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে। 

এনইউ