ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী ম্যাচটিতে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে তারা রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারায়। এরই মাঝে নিরাপত্তাজনিত কারণে একটি ম্যাচের সূচি পরিবর্তনের দাবি জানিয়েছিল কলকাতা পুলিশ। সেটি মেনে নিয়ে ৬ এপ্রিলের ম্যাচ পিছিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে— ৬ এপ্রিল রাত ৮টায় ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টসের মোকাবিলা করার কথা ছিল স্বাগতিক কলকাতার। সেই ম্যাচটির সূচি দু’দিন পিছিয়ে ৮ এপ্রিল করা হয়েছে। তবে ওই দিন আরেকটি ম্যাচ থাকায় কলকাতা-লখনৌর ম্যাচটি হবে বিকেল ৪টায়। আর ৬ এপ্রিল রাতে একমাত্র ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স। আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ওই ম্যাচের সূচি বদলের কথা জানিয়েছে।

বিবৃতিতে আইপিএল জানিয়েছে, ‘কলকাতা পুলিশ ওই রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি) ৬ এপ্রিল উৎসবের কারণে সেখানকার ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। সে অনুসারে কর্তৃপক্ষ কলকাতা-লখনৌ ম্যাচ ৮ এপ্রিল বিকেল ৪টায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে বাকি সূচি অপরিবর্তিত–ই থাকছে।’

এর আগে পিটিআইকে কলকাতা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি বলেছেন, ‘কলকাতা পুলিশের সঙ্গে আমরা একাধিকবার যোগাযোগ করেছি এবং প্রতিবারই তারা জানিয়েছে ৬ এপ্রিল খেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। যদিও সেখানে পুলিশি নিরাপত্তা না থাকে, ৬৫ হাজার দর্শকের সকল ব্যবস্থাপনা ঠিক রাখাও সম্ভব নয়।’

আইপিএলের গত মৌসুমেও কলকাতার একটি ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছিল, সেই সময়ও শহরে একটি রাম-নবমী উৎসব চলছিল। কলকাতা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে। অন্যদিকে, লখনৌও প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর হায়দরাবাদকে নিজেদের দ্বিতীয় খেলায় হারায়। 

এএইচএস