সাকিবের নিষেধাজ্ঞা মুক্তিতে খুশি পাইলট-গোর্কিরা

তৃতীয়বারে এসে অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে বোলিং পরীক্ষা দিয়ে বৈধতা ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই অলরাউন্ডার। গতকাল মধ্যরাতের পর এই খবর জানা গিয়েছিল। খবরটি নিশ্চিত করেছে সাকিবের টি-টেন লিগের দল বাংলা টাইগার্স।
বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই নেমে আসে নিষেধাজ্ঞা। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময়ে ত্রুটি ধরা পড়ে তার বোলিংয়ে। সেই ত্রুটি সারাতে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে। লম্বা সময় পর তার সুফলও পেয়েছেন সাকিব।
বিজ্ঞাপন
সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে বৈধতা আসার খবরে বেশ উচ্ছ্বসিত জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ঢাকা পোস্টের সঙ্গে আলাপে খালেদ মাসুদ পাইলট বলছিলেন, ‘খুবই ভালো খবর। ভালো লাগছে সাকিব আবারো বোলিংয়ে ফিরেছে। সব জায়গায় সে এখন আবারো খেলতে পারবে। নির্বাচকরা যদি মনে করে তাকে আবার বিবেচনায় রাখবে তো রাখতে পারে।’
সাকিবের প্রথম কোচ সাদ্দাম হোসেন গোর্কিও জানালেন নিজের আনন্দের কথা, ‘সাকিব এত বছর খেলেছে তার মধ্যে শেষ সময়ে তার বোলিং অ্যাকশান অবৈধ ধরা পড়েছিল। তবে সবকিছু ফেলে সাকিব ফিরে আসল। এটা অনেক বড় খবর আনন্দের খবর। বিসিবি এবার তাকে বিবেচনা করতে পারে। এতবছর ক্রিকেট খেলেছে সে, দেশকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে।’
এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে বাঁধা থাকছে না সাকিবের। এমন অবস্থায় আবারও অলরাউন্ডার হিসেবে সব ধরণের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। তবে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফের বোলিংয়ে সমস্যা দেখা দিলে আইসিসির নিয়মে ১ বছরের জন্য নিষিদ্ধ হবেন তিনি।
এসএইচ