ইমরুলের বড় সংগ্রহের দিনে ব্যর্থ সাব্বির 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের শেষ দিনে আজ (বুধবার) তিনটি ম্যাচ চলছে। বিকেএসপির ৪ নম্বর মাঠে খেলছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান করেছে অগ্রণী ব্যাংক।

দলের হয়ে এদিন সর্বোচ্চ ৮৬ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এ ছাড়া সাদমান ইসলাম করেন ৫৩ রান, সঙ্গে অমিত হাসান করেন ৪১ রান। শাইনপুকুরের হয়ে আলি মোহাম্মদ এবং রায়ান রাফসান নেন ২টি করে উইকেট। বিকেএসপির আরেক মাঠে লড়ছে পারটেক্স স্পোর্টিং ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স।

যেখানে প্রথমে ব্যাট করে পারটেক্স সংগ্রহ করেছে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান। দলের হয়ে এদিন জয়রাজ শেখ করেন ৫৪ রান, এছাড়া রুবেল মিয়া করেন ৫২ রান। এদিনও ব্যাট হাতে রানের দেখা পাননি দলের অধিনায়ক সাব্বির রহমান। গাজীর হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আল আমিন হোসেন এবং মাহমুদুল হাসান। 

মিরপুর শের-ই বাংলার মাঠে লড়ছে ব্রার্দাস ইউনিয়ন এবং গুলশান ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ব্রার্দাস সংগ্রহ করেছে ২৯০ রান ৯ উইকেট হারিয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন বিশাল চৌধুরী। এ ছাড়া ৬৫ রান করেন আইচ মোল্লা। গুলশানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন নিহাদুজ্জামান।

এসএইচ/এফআই