স্টুপিড স্টুপিড স্টুপিড, গাভাস্কারকে নকল করলেন পান্ত!

বোর্ডার-গাভাস্কার ট্রফির সময় ঋষভ পান্তকে উইকেট ছুড়ে দিতে দেখে মেজাজ হারিয়েছিলেন সুনীল গাভাস্কার। ধারাভাষ্য দিতে দিতেই ক্ষোভ উগরে দেন তিনি। আইপিএলের আগে একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে ক্ষিপ্ত সেই গাভাস্কারকে নকল করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন সেই পান্ত।
অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের ওপরই ভরসা রেখেছিলেন গৌতম গম্ভীর। সেই সিরিজের চতুর্থ টেস্টে ভালো ব্যাট করছিলেন পান্ত। মেলবোর্নের ২২ গজে থিতু হওয়ার পরও অহেতুক আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুড়ে দেন। তা দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি ধারাভাষ্যকক্ষে থাকা গাভাস্কার। পান্তের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং সম্পর্কে গলা চড়িয়ে গাভাস্কার বলেছিলেন, ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড।’ যা সে সময় ভাইরাল হয়েছিল।
বিজ্ঞাপন
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 17, 2025
আইপিএলের আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে সেই ক্ষিপ্ত গাভাস্কারকে নকল করেছেন পান্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সেদিন গাভাস্কার যে রকম পোশাক পরেছিলেন, পান্তও তেমন পোশাক পরে ধারাভাষ্য দিচ্ছেন। নিজেকে হুবহু গাভাস্কারের মতো সাজানোর চেষ্টা করেছেন।
তারপর মাইক্রোফোন হাতে ঠিক গাভাস্কারের মতো ভঙ্গি করেই পান্ত বলেছেন, ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড।’ নিজের দায়িত্বজ্ঞান ব্যাটিং নিয়ে মজা করতে গিয়ে ভারতের সাবেক অধিনায়ককে নকল করেছেন পান্ত। অনেকে মজা পেলেও একাংশ পান্তের সমালোচনাও করেছেন। শিক্ষা নেওয়ার চেষ্টা না করে ভুলকে লঘু করে দেখার মানসিকতা বলেছেন অনেকে। ফলে খানিকটা বিতর্ক তৈরি হয়েছে।
এবার লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলবেন পান্ত। সঞ্জীব গোয়েন্কার দলকে তিনিই নেতৃত্ব দেবেন। পান্তকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছেন লখনৌ কর্তৃপক্ষ।
এফআই