নাহিদ রানার প্রশংসায় ওয়াহাব রিয়াজ, আফসোস রমিজ রাজার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে রাওয়ালপিন্ডিতে সারাদিন বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেছে। ম্যাচ ভেসে গেলেও এদিন টাইগার পেসার নাহিদ রানার প্রশংসায় মেতেছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। তবে বাংলাদেশের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল জানিয়ে আক্ষেপ ঝরেছে রমিজ রাজার কণ্ঠে।

রানাকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াহাব বলেন, ‘আমার মনে হয় সে (রানা) দারুণ প্রতিভাবান একজন ছেলে। তাকে দারুণ লেগেছে দেখতে। সে যতটা জোরে বল করেছে তা দেখা অবশ্যই রোমাঞ্চকর ছিল। আমি তাকে শুভকামনা জানাই এবং আশা করছি সে বাংলাদেশের হয়ে এভাবে ভালো খেলে যাবে।’

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও ধারাভাষ্যকার রমিজ রাজা আফসোস করলেন বাংলাদেশকে নিয়ে, ‘বাংলাদেশের কাছ থেকে আমরা এখন আরও বেশি আশা করি। আমরা অনেকবারই বলেছি– তাদের যে সামর্থ্য আছে তাতে তারা খুব সম্ভাবনাময় দল। তবে এখন ম্যাচ জেতার সময়।’

টাইগারদের বোলিং ভালো হলেও, ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত পারফরম্যান্স আসছে না বলেও মনে করেন রমিজ রাজা, ‘(ব্যাটিংয়ে) তারা ডুববে নাকি সাঁতরাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। প্রথম বল থেকেই নিজের সেরাটা খেলতে হবে। মাঝখানের ওভারগুলোতে স্ট্রাইক রোটেশন দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে। বল হাতে খুব একটা প্রয়োজন নেই, ব্যাটিংয়ে একটু উন্নতি করতে হবে বাংলাদেশকে।’

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-পাকিস্তানের আজই শেষ ম্যাচ ছিল। কারণ নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে উভয়দলই। পাকিস্তান গত আসরের চ্যাম্পিয়ন আর বাংলাদেশ ছিল সেমিফাইনালিস্ট। অথচ এবার তাদের যাত্রাই থামলো গ্রুপপর্বে। বৃষ্টির সুবাদে উভয় দলই আজ একটি করে পয়েন্ট পেয়েছে। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় শান্ত-রানারা তিনে এবং রিজওয়ান-বাবররা রয়েছে পয়েন্ট টেবিলের চারে।

এসএইচ/এএইচএস