কাতার যাওয়ার আগে জামাল ভূঁইয়াদের অনুশীলন ম্যাচ নিয়ে অনেক জলঘোলা হয়েছে। শেষ পর্যন্ত শেখ জামাল ধানমন্ডির সঙ্গে অনুশীলন ম্যাচ খেলেছেন জেমি ডের শিষ্যরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভেজা মাঠে অনুষ্ঠিত ম্যাচে ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

জাতীয় দলের কোচ জেমি ডের চাহিদা অনুযায়ী ম্যাচটি ক্লোজড ডোর হয়েছে। সাংবাদিকরা ম্যাচটি দেখতে পারেননি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। জাতীয় দল ও শেখ  জামাল সূত্রে জানা গেছে, কোচ তার দলের অনেক খেলোয়াড়কেই পরখ করেছেন। মিডফিল্ড ও ডিফেন্সের ওপর বেশি জোর দিয়েছেন। 

শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন সিল্লাহ ৪১ মিনিটে জামালকে এগিয়ে নেন। সিল্লাহর গোলে লিড নিয়ে বিরতিতে যায় শেখ জামাল। ৫৯ মিনিটে আত্মঘাতী গোল পায় শেখ জামাল। 

জাতীয় ফুটবল দলের সমস্যা স্কোরিং। অনুশীলন ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়লেও দুই গোল পরিশোধ করেছেন জামালরা। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেছেন জাতীয় দলের দুই ফুটবলার। ৬৫ মিনিটে ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের গোল করার তিন মিনিট পরেই আরেক গোল করেন মেহেদী হাসান রয়েল। ম্যাচের বাকি সময় আর গোল হয়নি। 

এজেড/এমএইচ