ঢাকাকে ৭৩ রানে অলআউট করল বরিশাল

দিনের ম্যাচে চিটাগাং কিংসের জয়ে আগেই আসর থেকে ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস। তাই ফরচুন বরিশালের বিপক্ষে আজকের ম্যাচটা তাদের জন্য কেবলই নিয়ম রক্ষার। চাপহীন থেকে মাঠে নেমেও রূপ বদলালো না ক্যাপিটালস ব্যাটিং লাইনআপের। বরং একশর আগেই অলআউট হয়েছে তারা।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৫ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৩ রানের বেশি করতে পারেনি ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেছেন অধিনায়ক থিসারা পেরেরা। রংপুরের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভির ইসলাম।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে ঢাকা। ঘরের মাঠে আবারো ব্যর্থ তাদের টপ অর্ডার। দলটির সবচেয়ে বড় তারকা লিটন দাস ২ বাউন্ডারিতে ভালো শুরুর আভাস দিয়েছিলেন। তবে ১০ রানের বেশি করতে পারেননি তিনি। আরেক ওপেনার তানজিদ তামিম ১৪ বলে করেছেন ৭ রান।

তিন নম্বরের গুরুত্বপূর্ণ পজিশনে খেলতে নেমে ডাক খেয়েছেন রিয়াজ হাসান। আরেক বিদেশি জেপি কোটজে ১৮ বলে করেছেন ৫ রান। মিডল অর্ডারে ব্যর্থ ছিলেন সাব্বির রহমান-মোসাদ্দেক হসেনরা। 

শেষদিকে থিসারা পেরেরা-রনসফোর্ড বিটনরা চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। সবমিলিয়ে ঢাকা ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল তিন ব্যাটার। বাকি ৮ জনই ছিলেন এক অঙ্কের ঘরে।

এইচজেএস