বিপিএলের মাঝপথে অস্ট্রেলিয়ান ‘হোস্ট’ নিয়োগ ঢাকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্লে-অফ, ফাইনালসহ বাকি আর ১২টি ম্যাচ। তবে ঢাকা ক্যাপিটালসের হিসাবে সেটি মাত্র ২ ম্যাচ। প্লে-অফে উঠতে হলে তাদের দুটিতেই জয়ের পাশাপাশি অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। তাই বলতে গেলে একেবারে শেষ মুহূর্তে এসে এক অস্ট্রেলিয়ান উপস্থাপককে নিয়োগ দিয়েছে শাকিব খানের ঢাকা ফ্র্যাঞ্চাইজি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তারা এই তথ্য জানিয়েছে। ঢাকা ক্যাপিটালসে যোগ দিতে যাওয়া কেজিয়া ডাউন নিজ দেশ অস্ট্রেলিয়ায় সংবাদ উপস্থাপনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে ‘হোস্ট’ হিসেবে কাজ করেন। তবে তাকে মূলত দেখা যায় ‘মোটরস্পোর্টস’ ইভেন্টে। এই খেলায় তার বিশেষ আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে বলেও জানা গেছে।
বিজ্ঞাপন
Presenting you, our new team host, the renowned Australian Presenter, Kezia Dawn #TogetherWeRise #DhakaCapitals #BPL2025 #ShakibKhan
Posted by Dhaka Capitals on Saturday, January 25, 2025
সে হিসেবে বিপিএল হবে কেজিয়ার জন্য ভিন্ন ধরনের ইভেন্ট। ২০১৯ সালে তিনি অস্ট্রেলিয়া ফুটবল লিগের (এএফএল) আদিবাসি খেলোয়াড়দের নিয়ে সংবাদ পরিবেশনের জন্য সেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার জিতেছিলেন। প্রাণবন্ত উপস্থাপনা ও আকর্ষণীয় বাচনভঙ্গির জন্য অস্ট্রেলিয়ায় বেশ পরিচিতি রয়েছে কেজিয়া ডাউনের।
আরও পড়ুন
এবারের বিপিএলের শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজি দলগুলোর নিজস্ব ‘হোস্ট’ নিয়োগের আলোচনা উঠেছিল। পরবর্তীতে প্রথম বিদেশি উপস্থাপক নিয়োগ দিয়ে চমক দেখায় চিটাগাং কিংস। দলটির সঙ্গে কাজ করছেন ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান মডেল ইয়েশা সাগর। এ ছাড়া সিলেট স্ট্রাইকার্স নিয়োগ দেয় স্থানীয় সঞ্চালক স্মিতা চৌধুরীকে। এবার তাতে নতুন নাম তুলল ঢাকা।
প্রসঙ্গত, চলতি বিপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ঢাকার অবস্থান ছয় নম্বরে। শেষ দুই ম্যাচের দুটিতে জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। যদি দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স তাদের বাকি সবকটি ম্যাচে হেরে যায় তবেই কেবল সুযোগ থাকবে ঢাকার। ফলে তাদের পরের রাউন্ডে ওঠা অনেকটাই যদি-কিন্তুর হিসাবে আটকে আছে!
এএইচএস