পাকিস্তানের সাবেক পেসার রাও ইফতিখার এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর সহকারী কোচ হিসেবে কাজ করছেন। দলটিতে খেলছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ফলে কোচ ইফতিখার কাছ থেকেই দেখছেন তাসকিনকে। আর তাতে এই পেসারকে মনে ধরেছে তার।

গতকাল সিলেটে দলের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ইফতেখার। কোচ বলেন, 'তাসকিনকে আমি অনেক উঁচুতে রাখি। এসেই ওর সাথে কথা হয়েছে। ম্যাচে ওর কোয়ালিটি, উচ্চতা, একশন দেখছি। সবই একজন টপ বোলারের কোয়ালিটি। সে খুব ভালো বোলার। তার টেকটিক ও কোয়ালিটি অনুযায়ী বল করে যাওয়াটাই চ্যালেঞ্জ।'

রাজশাহী এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র একটি জিতেছে। এ নিয়ে কোচ ইফতেখার বলেন, 'আমাদের দলটা একটা পরিবারের মতো। আমি প্রথমেই বলেছি, যে পরিস্থিতিই হোক আমরা এক পরিবারের মতো থাকব। পরাজয় খেলারই অংশ। তবে আমরা পরিবারের চেয়েও বেশি কিছু।'

দলের পরিকল্পনা নিয়ে এই কোচ বলেন, 'সবাই তো প্রতিটি ম্যাচই জিততে চায়। কিন্তু সব ম্যাচ তো আর জেতা যায় না। এখন কালকের ম্যাচ নিয়েই সব মনোযোগ। কাল ইনশাআল্লাহ জয়ের ধারায় ফিরব। দিনের খেলা সন্ধ্যায় শিশিরের সমস্যা থাকে, দিনের ম্যাচ যেহেতু বোলার-ব্যাটার সাম্যাবস্থায় থাকবে।'

এসএইচ/এইচজেএস