সাব্বিরের ঝড়ের পরও হারল ঢাকা
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ঢাকা ক্যাপিটালস এবার তাদের সবচেয়ে বড় তারকা লিটন দাসকে বাদ দিয়ে মাঠে নেমেছিল। তারপরও টপ অর্ডার থেকে রান পায়নি দল। তবে চিটাগং কিংসের বিপক্ষে রীতিমতো ঝড় তোলেন সাব্বির রহমান। অভিজ্ঞ এই ব্যাটারের কল্যাণে বড় সংগ্রহ পেয়েছিল ঢাকা। তবে বোলারদের ব্যর্থতায় আর জয় পাওয়া হয়নি ক্যাপিটালসদের।
সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগং।
বিজ্ঞাপন
১৭৮ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু পেয়েছিল চিটাগং। এদিন কিছুটা ধীরগতির ব্যাটিং করেছেন পারভেজ হোসেন ইমন। ১৬ বলে ১৭ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি। তবে আরেক ওপেনার উসমান খান ৩৩ বলে করেছেন ৫৫ রান।
রান পেয়েছেন গ্রাহাম ক্লার্কও। তিনে নেমে ৩২ বলে করেছেন ৩৯ রান। এই টপ অর্ডার ব্যাটার বেশ কিছু ডট বল খেললেও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন। মিঠুন অপরাজিত ছিলেন ৩৩ রানে। আর শামিমের ব্যাট থেকে এসেছে ১৪ বলে অপরাজিত ৩০ রান।
এর আগে ব্যাট করতে নেমে এদিনও ভালো শুরু পায়নি ঢাকা। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন জেসন রয়। ৬৬ রানে তিন উইকেট হারিয়ে আবারো ধুকছিল তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন তানজিদ তামিম ও সাবির রহমান।
তানজিদ দেখে-শুনে খেলেছেন। ৪৮ বলে তার ব্যাট থেকে এসেছে ৫২ রান। তবে আরেক প্রান্তে বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন সাব্বির। ৩৩ বলে অপরাজিত ৮২ রান করেছেন তিনি। যেখানে ৩টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।
এইচজেএস