‘স্ট্রং বয়’ আফিফ রানে ফিরবেন কবে?
ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে রান পাননি আফিফ হোসেন। চলমান বিপিএলেও ছন্দে নেই খুলনা টাইগার্সের এই ক্রিকেটার। চলমান আসরের প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোটে ৯ রান। তবে খুলনার ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকী আশাবাদী, রানে ফিরবেন আফিফ।
আজ বৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আফিফের রান না করতে পারা নিয়ে ফারুকি বলছিলেন, 'আপাতত টেকনিক্যালি ও জিনিসটা চাচ্ছে। আমরা কিছু কিছু আলাপ করেছি সেটা নিয়ে এখান থেকে.... আফিফের রান করাটা আমাদের দলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটা নিয়ে কাজ করছি আফিফ স্ট্রং বয়।'
বিজ্ঞাপন
সমস্যা কোথায় সেই প্রশ্নে ফারুকি জানালেন, 'টাইমিংয়ে ডিসিশন মেকিংটা গুরুত্বপূর্ণ। এই জিনিসটা নিজে থেকে আসাটা গুরুত্বপূর্ণ। ওই জিনিসগুলো যদি ঠিক করে ফেলে তাহলে ভালো সঙ্গে এই চিন্তাটা যদি আসে। আমার কাছে যেটা মনে হয় যে তার যে কোয়ালিটি আছে আফিফ খুব দ্রুত ভালো ক্রিকেট খেলবে রানে ব্যাক করবে।'
টি-টোয়েন্টিতে চিন্তা করার সময় কম তাছাড়া সিলেটের উইকেট নিয়ে শোনালেন ফারুকি আশার বাণী, 'দেখাদেখির সময়টা কম। ভালো করবে আমাদের ব্যাটসম্যানরা যে সেপে আছে মিরপুরের চেয়ে এখানকার বাউন্স ভালো উইকেট, তো আশা করি ভালো কিছু হবে।'
এসএইচ/