সর্বশেষ গত বছরের জুনে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এরপর থেকে অনেকটা আড়ালেই ছিলেন পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ঘরের মাটিতে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন টুর্নামেন্টটি দিয়ে জাতীয় দলে ফিরতে মুখিয়ে আছেন ফখর জামান। আগামী মাসে পাকিস্তান ও দুবাইয়ে হাইব্রিড মডেলের বহুল প্রতিক্ষীত চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

৩৪ বছর বয়সী ফখর বলছেন, ‘অবশ্যই শতভাগ নিশ্চিত, আমি আবারো পাকিস্তানের হয়ে মাঠে নামতে যাচ্ছি। সত্যি বলতে কি অনেকেই বিষয়টি জানে না, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। শারিরীক অসুস্থতার কারণে ঐ সময় আমি অতটা ফিট ছিলাম না। সে কারণে দলের অংশ হতে পারিনি। কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ। সবাই আমাকে সাদা-বলে পাকিস্তানের পরবর্তী সিরিজে দলে দেখতে পাবে। 

পাকিস্তানের হয়ে সাদা-বলের দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ফখর। কিন্তু গত জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেননি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। ফখর সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন। কিন্তু ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি জাতীয় দলে ফিরতে আশাবাদী। 

ফখর বলেন, ‘আমার পরিকল্পনা ছিল ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে। অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা সফরে আমি খেলতে পারিনি। সে কারনে আমি চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে পুরোপুরি মনোযোগ দিয়েছি। যেকোনো মূল্যে এই টুর্নামেন্টে খেলার জন্য নিজেকে ফিট করে তুলেছি। সঠিক সময়ে সুস্থ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমি শুরু করেছিলাম। ঐ আসরটা আমার জন্য স্মরণীয় হয়ে আছে। এখন আমি পরবর্তী টুর্নামেন্ট খেলতে মুখিয়ে আছি। আমি নির্বাচক, প্রধান কোচ ও যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাকে দলে দেখতে চায় তাদের সকলের সাথে কথা বলেছি।’ 

ফখরের অনুপস্থিতিতে পাকিস্তান দলে নিজেকে নিয়মিত করে তুলেছেন ২২ বছর বয়সী ওপেনার সাইম আইয়ুব। ওয়ানডেতে আইয়ুবের দুর্দান্ত ক্যারিয়ার শুরুর প্রশংসা করেছেন ফখর। ইতোমধ্যে ওয়ানডেতে নয় ইনিংসে তিনটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছের আইয়ুব। এর মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় রয়েছে সেঞ্চুরি। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের প্রথম দিন গোঁড়ালির ইনজুরিতে পড়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

এফআই