ত্রিদেশীয় সিরিজের ভেন্যু পরিবর্তন করল পাকিস্তান
নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান। এই সিরজটি মুলতানে আয়োজন করার কথা ছিল। তবে এবার ভেন্যু পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। আইসিসির এই টুর্নেমেন্টটির দুই ভেন্যু লাহোর ও করাচিতে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান সিদ্ধান্ত নিয়েছে পিসিব।
বিজ্ঞাপন
চার ওয়ানডের ত্রিদেশীয় সিরিজটি শুরু হওয়ার কথা আগামী ৮ ফেব্রুয়ারি। প্রথমে কেবল মুলতানে তিন দলের এই লড়াইয়ের আয়োজন করেছিল পিসিবি। পূর্বের ভাবনা থেকে সরে এসে দুই ভেন্যুতে ম্যাচগুলো খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।
প্রায় ৩০ বছর পর পাকিস্তানে হতে যাচ্ছে আইসিসির কোনো টুর্নামেন্ট। তাই নতুন করে মাঠগুলো প্রস্তুত করা একরকম প্রয়োজন ছিল দেশটির। উল্লেখযোগ্য সংস্কার এসেছে গাদ্দাফি স্টেডিয়ামে। যেখানে আসন সংখ্যা বাড়িয়ে ৩৫ হাজার করা হয়েছে। দুটি ডিজিটাল রিপ্লে স্ক্রিন বসানো হয়েছে। প্রায় একইধরনের সংস্কার এসেছে ন্যাশনাল স্টেডিয়ামেও। কিছু কাজ হয়েছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সঙ্গে একটি সেমি-ফাইনালও হবে মধ্যপ্রাচ্যের দেশটিতে। ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও হবে সেখানে।
এইচজেএস