অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা অনেকটা একাই ভারতের হয়ে লড়েছিলেন জাসপ্রিত বুমরাহ। সিরিজের শেষ ইনিংসে চোটের কারণে বল করতে পারেননি। তবুও সিরিজজুড়ে দারুণফর্মে ৩২ উইকেট তুলে নিয়ে হয়েছেন সেরা খেলোয়াড়। পিঠের চোটের কারণে ভারতের পরের সিরিজ থেকে বুমরাহ ছিটকে গিয়েছেন তা অনেকটাই নিশ্চিত। এবার আশঙ্কা দেখা দিয়েছে তারকা এই পেসারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও। 

সিডনি টেস্টে পিঠের পেশিতে চোট পেয়েছেন বুমরাহ। তার চোট স্ক্যান করা হয়েছে। বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি দল। চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। যদি গ্রেড-১ চোট হয় তাহলে সুস্থ হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। গ্রেড-২ চোট হলে ছ’সপ্তাহ লাগতে পারে সুস্থ হতে। আর যদি গ্রেড-৩ চোট হয় তা হলে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। তার পরে রিহ্যাব করতে হবে। বুমরাহের কোন গ্রেডের চোট, তা নিয়ে ধোঁয়াশা রেখেছে বোর্ড।

জানা গিয়েছে, বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা করবে ভারত। কারণ, ১৩ ফেব্রুয়ারির মধ্যে চাইলে দলে বদল করা যাবে। যদি বুমরাহ তার মধ্যে সুস্থ হতে না পারেন, তা হলে বিকল্প ঘোষণা করার সময় থাকবে। সেই কারণেই বুমরাহকে রাখা হবে। 

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ধারাভাষ্য প্যানেলে ছিলেন হরভজন সিংহ। বুমরাহ চোট পাওয়ার পর ভারতের হয়ে ১০৩টি টেস্ট খেলা স্পিনার বলেন, ‘আখের রস বার করার মতো করে ব্যবহার করা হচ্ছে বুমরাহকে। ট্রেভিস হেড ব্যাট করতে আসুক বা স্টিভ স্মিথ অথবা মার্নাস লাবুশেন, সব সময় বল করতে ডাকা হচ্ছে ওকে। কত বল করবে বুমরাহ? এমন একটা পরিস্থিতি তৈরি করা হল যে শেষ ইনিংসে ও বলই করতে পারল না।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বুমরাহ পাঁচ টেস্ট মিলিয়ে ১৫১.২ ওভার বল করেন। এর মধ্যে সিডনি টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১০ ওভার বল করেছিলেন তিনি। শেষ ইনিংসে চোটের কারণে বলই করতে পারেননি। ৩২টি উইকেট নেওয়া বুমরাহই ছিলেন ভারতীয় দলের আশা-ভরসা। তার গড় ১৩.০৬। তিনটি ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন তিনি। ২০২৩ সাল থেকে বুমরাহ এখনও পর্যন্ত ৫৬০.১ ওভার বল করেছেন। খেলেছেন ৪২টি ম্যাচ। নিয়েছেন ১২৪টি উইকেট। গড় ১৫.২৬। পাঁচ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে নির্বাচকদের। রোহিত শর্মা ও বিরাট কোহলি কি খেলবেন? যা খবর, তাতে তাদের রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গড়া হবে। রোহিতই অধিনায়ক হবেন। তবে তার ডেপুটি কে হবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া সহ-অধিনায়ক ছিলেন। তিনি চোট পাওয়ার পরে দায়িত্ব দেওয়া হয় লোকেশ রাহুলকে। ২০২৪ সালে শ্রীলঙ্কা সফরে আবার রোহিতের ডেপুটি ছিলেন শুভমান গিল। সহ-অধিনায়ক হিসেবে বুমরাহের নামও শোনা যাচ্ছে।

এফআই