শান্তর উইকেটকিপিং প্রসঙ্গে যা বললেন রিশাদ
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গতকাল বরিশালে একদশে ছিলেন মুশফিকুর রহিম। তবে আঙুলের চোটের কারণে উইকেটের পেছনে দেখা যায়নি মুশফিককে৷ এছাড়া স্বীকৃত উইকেটকিপার একাদশেও তেমন দেখা যায়নি। তবে ম্যাচের শুরুতে গ্লাভস হাতে দেখা গেল নাজমুল হোসেন শান্তকে।
মূলত মুশফিক ফিট হয়ে উঠতে না পারায় শান্তকে খেলানোর তাগিদেই এমন সিদ্ধান্ত হয়ত নিয়েছে বরিশাল। প্রতিযোগিতামূলক কোনো টি-টোয়েন্টি ম্যাচে এবারই প্রথম শান্তর কিপিং করতে আসা।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আশা রিশাদ হোসেনের কাছে জানতে চাওয়া হয় শান্তকে উইকেটকিপার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়ে। তরুণ এই লেগ স্পিনার অবশ্য কোচ ও অধিনায়কের কথা জানিয়ে বলেন, ‘এটা কোচ আর অধিনায়ককে বললে মনে হয় ভালো হবে।’
আরও পড়ুন
ম্যাচ ছিল স্বাগতিক সিলেটের বিপক্ষে। মাঠে দর্শকদের উপস্থিতিও ছিল তাদেরই পক্ষে। তবে বরিশালের দারুণ পারফরম্যান্সে গ্যালারিতে ছিল নীরবতা। দর্শকদের চুপ করিয়ে দিতে পেরে রিশাদ বলেন, 'গ্যালারিভর্তি দর্শক থাকলে ভালোই লাগে। উপভোগ করেছি। দর্শক বিপক্ষে থাকলে বেশি ভালো লাগে। উইকেট পেলে, ব্রেকথ্রু পেলে পুরো গ্যালারি চুপ হয়ে থাকে। সেদিক থেকে উপভোগ করেছি।'
সিলেটে বাউন্ডারির সীমানা নিয়ে আগেরদিনই কথা বলেছিলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। গতকাল একই প্রসঙ্গে রিশাদের মন্তব্য, ‘বোলার হিসেবে বাউন্ডারি, শিশির এসব নিয়ে চিন্তা করলে তো হবে না। ডেলিভারি করতে হবে নিজের সেরাটা। চেষ্টা করছিলাম দলের চাহিদা অনুযায়ী।’
এসএইচ/জেএ