চলমান বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন সাইফ হাসান। রংপুর রাইডার্সের হয়ে ৪ ম্যাচ খেলে দুটি অর্ধ-শতক পেয়েছেন তিনি। সবশেষ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আজ সোমবার ব্যাট হাতে করেছেন ৪৯ বলে ৮০ রান।

ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। তাছাড়া জাকিরের ব্যাট থেকে এসেছে ৫০ রান। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স নিয়ে সাইফ বলেন, 'সাদা বলে আমার খারাপ পারফরম্যান্স হয়নি। আল্লাহর রহমতে ভালো করেছি। প্রিমিয়ার লিগে যখনই সুযোগ পেয়েছি ভালো করেছি। বিপিএলে সুযোগ পেয়েছি কম, এবার রংপুর আস্থা রেখেছে ওদের ঘরোয়া দলে ভালো খেলায়। তাদের প্রতি কৃতজ্ঞ। এমন না আমি খারাপ করে আসছি। যখনই সুযোগ পেয়েছি ভালো করার চেষ্টা করেছি।'

২০৫ রানের লক্ষ্য সহজে টপকে যাওয়া নিয়ে সাইফ বলেন, 'উইকেট ভালো ছিল, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি ক্রিজে গিয়ে। যাওয়ার সময় একটু সময় নেওয়ার চেষ্টা করেছি যেহেতু উইকেট ভালো। মাঠ সাধারণত এরকমই থাকে। এনসিএল বা আগেও দেখেছি। বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। বল অনুযায়ী খেলার চেষ্টা করেছি।'

নিজের তৃতীয় ম্যাচে মিরপুরে ৬২ রান করেছিলেন সাইফ। আজ শতক থেকে ২০ রান দূরে আউট হলেও দল জেতায় কোনো আক্ষেপ নেই তার, 'আক্ষেপ নেই। দল জিতেছে আলহামদুলিল্লাহ।'

এসএইচ/এইচজেএস