সিলেটের ব্যাটিং স্বর্গে ভালো শুরু পেয়েছিল দুর্বার রাজশাহী। দুই ওপেনার শক্ত ভিত গড়ে দিয়েছিলেন দুর্বারদের। তবে মিডল অর্ডার ব্যাটাররা বেশ ধীরগতির ব্যাটিং করেছেন। এনামুল হক বিজয়-রায়ান বার্লদের এমন ব্যাটিংয়ে আর বড় সংগ্রহ পাওয়া হয়নি রাজশাহীর। ১৬৮ রানে রাজশাহীকে আটকে ম্যাচে এগিয়ে গেছে ফরচুন বরিশাল।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন বিজয়।

আগের দুই ম্যাচে সুবিধা করতে না পারা জিশান আজ ভালো শুরু পেয়েছিলেন। আরেক প্রান্তে মোহাম্মদ হারিসও বেশ আত্মবিশ্বাসী ছিলেন। তাতে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় রাজশাহী। হারিস ২২ রান করে সাজঘরে ফিরলে ভাঙে ৩০ রানের উদ্বোধনী জুটি। 

দারুণ শুরু করা জিশান থেমেছেন ৩৮ রানে। ২২ বলের এই ইনিংসে সমান ৩টি করে চার ও ছক্কা মারেন এই তরুণ ব্যাটার। এরপর ইয়াসির আলিও জিশানের পথে হেটেছেন। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ২৩ বলে ৩৭ রান করেছেন তিনি।

এক প্রান্তে ইয়াসির-জিশান আক্রমণাত্মক ব্যাটিং করলেও আরেক প্রান্তে ধীরগতির ব্যাটিং করেছেন বিজয়। সময়ের সঙ্গে গিয়ার পরিবর্তন করতে পারেননি তিনি। অধিনায়ক ৩৫ বলে ৩৯ রানে আউট হয়েছেন। তার এমন ইনিংসের কারণেই বড় সংগ্রহের দিকে এগোতে পারেনি দল।

এইচজেএস