সংগৃহীত

সিলেটের ঘরের মাঠে তাদের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেটের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে নুরুল হাসান সোহানের দল৷

রংপুরের এই জয়ে বড় অবদান অ্যালেক্স হেলসের। তিনি খেলেন ১১৩ রানের অপরাজিত ইনিংস। তাছাড়া সাইফের ব্যাট থেকে এসেছে ৮০ রান। মূলত সাইফের সঙ্গে হেলসের ১৮৬ রানের পার্টনারশিপে জয় সহজ হয়ে যায় রংপুরের।

ম্যাচ সেরা হয়ে হেলস বলেন, 'খুব উপভোগ করছি। পিচটা খুবই ভালো। অনেক বাউন্ডারি হাঁকিয়েছি। সাইফের সাথে পার্টনারশিপটা খুব উপভোগ করেছি। এত রান তাড়া করা যেকোনো ভেন্যুতেই বিরাট ব্যাপার। তাই আমাদের আজকের পারফরম্যান্স নিয়ে খুবই খুশি।'

গেমপ্ল্যান নিয়ে হেলস বলেন, 'এখানে উড়ন্ত শুরুর দরকার নেই। মাঠ ছোট, মাঝখানের ওভারগুলো থেকেও রান বের করা যায়। সাইফ আর আমি এটাই পরিকল্পনা করেছিলাম।'

বাংলাদেশের প্রশংসা করে হেলস জানান, 'বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে আসতে আমার খুব ভালো লাগে। দারুণ একটা দেশ। সবাই ক্রিকেট অনেক উপভোগ করে। প্রচুর দর্শক মাঠে আসে। এটা এমন এক জায়গা যেখানে খেলতে আমি ভীষণ উপভোগ করি।'

এসএইচ/এইচজেএস