রাজশাহীর হারে বাজে ফিল্ডিংয়ের দায় দেখছেন বার্ল
চলমান বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন রায়ান বার্ল। গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি জিম্বাবুয়ের এই ক্রিকেটার। হেরেছে তার দলও। হারের পর বার্ল জানালেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থ ছিল তারদের দল।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বার্ল বলেন, ‘বোলিং ভালো হচ্ছে, তবে সব একসাথে হচ্ছে না। ক্যাচ মিস হচ্ছে, মিস ফিল্ডিং, কখনও ভালো ওভার পরের ওভারে আবার অনেক রান বের হয়ে যাচ্ছে। আবার পাওয়ারপ্লেতে এত উইকেট হারালে মোমেন্টাম চলে যায়।'
বিজ্ঞাপন
'বোলারদের রান বিলানো নিয়ে দুশ্চিন্তা আছে এটা বলব না। আমরা কিছু কিছু ক্ষেত্রে ভালো বল করছি, তবে পুরো ইনিংস জুড়ে করতে পারছি না। বলব না এটা খুব দুশ্চিন্তার কিছু। মাত্র ৩ ম্যাচ গেল। বোলাররা ছন্দ পেয়ে যাবে, সবে তো শুরু। এখনও অনেক পথ বাকি।’-যোগ করেন তিনি।
বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল না বলে মনে করেন বার্ল। তিনি বলেন, ‘উইকেট যেমনই হোক ২২০ রান অনেক বড় লক্ষ্য। আরও কঠিন হয়ে যায় পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারালে। এসব ক্ষেত্রে প্রথম বল থেকেই পজিটিভ থাকতে হয়। শুরুতেই এত উইকেট হারিয়ে ফেলা দুর্ভাগ্যজনক। এতে মোমেন্টাম হারিয়ে ফেলি।'
‘ক্যাচ হাতছাড়ার বড় মাশুল দিতে হয়েছে। আমরা অনেকগুলো ক্যাচ ছেড়েছি, অনেকগুলো বাউন্ডারি হয়ে গেছে। আমরা এখানে উন্নতির চেষ্টা করব।’-যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস