চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের নেতৃত্বে কে জানাল বিসিবি
গত বছরের শেষদিকে দেশের ক্রিকেটে অন্যতম আলোচিত খবর ছিল– নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন। যদিও আফগানিস্তান সিরিজেও তার কাঁধেই ছিল টাইগারদের নেতৃত্বভার। এরপর দৃশ্যপট বদল হয়েছে সম্প্রতি। নতুন বছরের শুরুতেই টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন শান্ত। ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডেতেও কোনো পরিবর্তন আসবে কি না সেই গুঞ্জন ছিল।
মূল আয়োজক পাকিস্তানের সঙ্গে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ গড়াবে দুবাইতেও (হাইব্রিড মডেলে)। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট দরজায় কড়া নাড়ছে। ফলে তার আগমুহূর্তে টাইগারদের ওয়ানডে অধিনায়ক বদলের পথে হাঁটেনি বিসিবি। সভাপতি ফারুক আহমেদ নিশ্চিত করেছেন, শান্তই থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক।
বিজ্ঞাপন
আজ (শুক্রবার) বিপিএলের ম্যাচ চলাকালে শের-ই বাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে আসেন ফারুক আহমেদ। এ সময় শান্তর ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্ব করা নিয়ে বিসিবি প্রধান বলেন, ‘আমি এখনও মনে করি যে সে দলের বাইরে চলে গিয়েছিল ইনজুরির জন্য। যখন সে ফিরবে, তখন সে অধিনায়ক হিসেবেই থাকবে। আপনারা বলেছেন ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। আমরা মনে করছি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তই অধিনায়ক থাকবে। ওর অধিনায়কত্ব না নেওয়ার কোনো কারণ দেখছি না।’
আরও পড়ুন
সম্প্রতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন শান্ত। সে প্রসঙ্গে ফারুক বলেন, ‘সে আগেই বলেছিল টি-টোয়েন্টির জন্য কমফোর্টেবল না। অনেক আগে আমাকে প্রথম বলেছিল। ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেনের কথা চিন্তা করছি। যদিও (আন্তর্জাতিক) টি-টোয়েন্টি এখনও বেশ দূরে। আরও প্রায় ছয় মাস পরে মনে হয়। তাই টি-টোয়েন্টি এই মুহূর্তে ইস্যু না।’
বর্তমানে শান্ত বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। নভেম্বরে আফগানিস্তান সিরিজে কুঁচকির ইনজুরির পর মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। এনসিএল টি-টোয়েন্টি আর বিপিএল দিয়েই নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ফিট করে তোলার মিশনে আছেন বাংলাদেশের দুই ফরম্যাটের এই অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাংলাদেশের হয়ে টস করতে নামবেন তিনি।
প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা মাঠে নামবে। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গী ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। গ্রুপের শেষ দুই ম্যাচে শান্তর দল যথাক্রমে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের মোকাবিলা করবে। দুই ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।
এসএইচ/এএইচএস