কনস্টাসের দিকে তেড়ে গেলেন বুমরাহ, সিডনিতে উত্তাপ
সিডনি টেস্টের প্রথম দিন থেকেই উত্তাপ বাড়তে শুরু করেছে। দিনের শেষ বলে উসমান খাজাকে ফিরিয়ে স্যাম কনস্টাসের দিকে রীতিমতো তেড়ে যান ভারত অধিনায়ক জশপ্রীত বুমরাহ। সম্ভবত জানিয়ে দিলেন, দ্বিতীয় দিনে বুমরাহর আগুনে বোলিংয়ের মুখোমুখি হতে হবে অজি ওপেনারকে।
ঘটনার শুরু অবশ্য তারও আগে। বুমরাহ রান আপ শুরু করার পর বুঝতে পারেন খাজা তৈরিই নয়। বাধ্য হয়েই তাকে থেমে যেতে হয়। কিন্তু সেখানে ঢুকে পড়েন কনস্টাসও। তিনিও বুমরাহকে থামতে বলেন। সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুঁড়ে দেন ভারত অধিনায়ক, ‘তোমার সমস্যা কোথায়?’ দুজনে মুখোমুখি হওয়ার আগেই মাঠের আম্পায়ার তাদের থামিয়ে দেন। সে সময় এক ধারাভাষ্যকারকে কনস্টাস সম্পর্কে বলতে শোনা যায়, ‘এই বাচ্চা ভয়হীন।’
বিজ্ঞাপন
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 3, 2025
সেই বলেই খাজাকে আউট করেন বুমরাহ। অজি ওপেনারের ব্যাটে খোঁচা লেগে বল চলে যায় স্লিপে কেএল রাহুলের হাতে। বুমরাহ উদযাপনের পরই ছুটে যান কনস্টাসের দিকে। আগুনে চোখে তাকান তার দিকে। কনস্টাসের দিকে আগ্রাসী মেজাজে এগিয়ে আসতে দেখা যায় কোহলিকেও। যোগ দেন প্রসিদ্ধ কৃষ্ণও। খাজা ততক্ষণে সাজঘরের দিকে হাঁটতে শুরু করে দিয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের মেজাজ দেখে আর কিছু বলার চেষ্টা করেননি কনস্টাস। যদিও দ্রুত দৌড়ে এসে পরিস্থিতি সামলান রাহুল এবং ওয়াশিংটন সুন্দর। পরিস্থিতি বুঝে সাজঘরের দিকে এগিয়ে যান কনস্টাস।
সিরিজের চতুর্থ তথা মেলবোর্ন টেস্টে অভিষেক হয় তরুণ ওপেনার স্যাম কনস্টাসের। অভিষেকের দিন থেকেই আলোচনায় তরুণতুর্কি। কোহলির ইচ্ছাকৃত ধাক্কা ইস্যুতে প্রথমবার আলোচনায় এসেছিলেন। পরে নিজের ব্যাটিং দিয়েও সামর্থ্যের জানান দিয়েছেন। এ ছাড়া ভারতকে ক্ষেপিয়ে তুলতেও দেখা গেছে তাকে। এবার দুজনের বিবাদে সিডনি টেস্ট প্রথমদিন থেকেই উত্তপ্ত হতে শুরু করল।
— ViralWhisper (@kartik11611) January 3, 2025
প্রসঙ্গত, সিডনিতে কার্যত বাঁচা-মরার টেস্টে আরও একবার ব্যাটিং ভরাডুবি হয়েছে ভারতের। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার পেস আগুনে পুড়ে ৭২ দশমিক ২ ওভার স্থায়ী হয়েছিল ভারতের ইনিংস। স্কোরবোর্ডে ১৮৫ রানের বেশি তুলতে পারেনি টিম ইন্ডিয়া। স্বাগতিক বোলারদের মধ্যে স্কট বোল্যান্ড সর্বোচ্চ ৪টি এবং মিচেল স্টার্ক ৩টি উইকেট শিকার করেছেন।
জবাবে নিজেদের শুরুটাও তেমন ভালো হয়নি অস্ট্রেলিয়ারও। দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। দিনশেষে তাদের স্কোর ১ উইকেট হারিয়ে ৯ রান। ভারতকে একমাত্র সাফল্যটি এনে দিয়েছেন সেই বুমরাহ। আগামীকালও ভারতীয় এই পেসারের কঠিন চ্যালেঞ্জেই পড়তে হতে পারে কনস্টাসদের।
এফআই