গোঁফ রাখার রহস্য জানালেন তাসকিন
বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগারের মালিক এখন তাসকিন আহমেদ। ৪ ওভার বল করে ১৯ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট। শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার একাই বল হাতে ধসিয়ে দিয়েছেন এই বোলার।
এমন রেকর্ড গড়ার দিনে তার নতুন লুকও আলোচনায়। সম্প্রতি তাসকিনকে স্পষ্ট গোঁফে দেখা যাচ্ছে। যা তার ক্ষেত্রে একেবারেই নতুন। তাই অনেকেরই কৌতূহল ছিল, তার এমন লুকের রহস্য কী হতে পারে? তাসকিন আজ সেটারও জবাব দিয়েছেন।
বিজ্ঞাপন
গোঁফ রাখা নিয়ে তাসকিন বলেন, ‘বাবার ছোটকালের একটা ছবি দেখলাম মোচ–টোচ রাখা, তাই ভাবলাম এবার আমিও একটু রেখে দেখি কিছুদিন।’
এদিকে তার ৭ উইকেট নিয়ে একটা মজার ঘটনাও শেয়ার করেছেন সংবাদ সম্মেলনে। তাসকিন বলেন, ‘আজকে একটা মজার ব্যাপার ঘটেছে। আমাদের টিমের ম্যাসিওর আনোয়ার বলছিল, ভাইয়া তুমি আজকে চার উইকেট পাবা। আমি তখন তাকে বলেছি, চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চা, ৮ উইকেটও তো হইতে পারে। দেখেন, ৭ উইকেট পেয়ে গেছি আজকেই!’
'উইকেট পেতে একটু লাকেরও ফেভার হতে হয়। কিন্তু আমি খুশি যে আমি আলহামদুল্লিলাহ বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সকিউট সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্ট্যান্ট। উইকেট তো অনেক সময় দুইটা কম হয়, দুইটা বেশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া।'-যোগ করেন তিনি।
এইচজেএস