কুয়াশায় বল দেখতে একটু সমস্যা হয়েছিল : দিপু
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে টানা দুটি ম্যাচে হেরেছে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। আজ (বৃহস্পতিবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে লিটন দাস-মুস্তাফিজুর রহমানরা ৭ উইকেটে হেরেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ঢাকার ব্যাটার শাহাদাত হোসেন দিপু। সেখানে তিনি পরিকল্পনা অনুযায়ী বল করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন।
এ ছাড়া ব্যাটিংয়ে ১৫-২০ রান কম হয়েছে বলেও দাবি দিপুর, ‘আরও ১৫-২০ রান বেশি করতে পারলে ভালো হতো। বোলিং আমরা যে প্ল্যানে চেয়েছিলাম সেভাবে করতে পারিনি। বোলিংটা যদি প্ল্যান অনুযায়ী করতে পারতাম তাহলে হয়তো আরও ভালো ফল হতো।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
ম্যাচে এনামুল হক বিজয় ও ইয়াসির রাব্বির ক্যাচ মিস করার পেছনে কুয়াশায় ঠিকমতো বল দেখতে না পারার কারণ দেখিয়েছেন দিপু। তিনি জানান, ‘ক্যাচও একটা ফ্যাক্ট। ক্যাচ ধরলে হয়তো বিজয় ভাই আরও আগে আউট হতে পারত। রাব্বি ভাই ক্যারি করতে পারেনি এটা ভালো দিক আমাদের। ক্যাচগুলো ধরার পাশাপাশি ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে পারলে ভালো হবে। (কুয়াশার কারণে সমস্যা কি না) আমার কাছে একটু লাগছিল। কুয়াশা বেশি তো।’
৫১ রান করা দিপু নিজের ইনিংসটা আরও লম্বা না করতে না পারায় আক্ষেপও প্রকাশ করেছেন, ‘শুরুটা ভালো হলে তো সব দলেরই ভালো লাগে। অবশ্যই ভালো দিক। আজকে হয়নি। স্বাভাবিক প্রতিদিন তো সবাই ভালো করবে না। আমরা কাভার করছিলাম যদিও। আমি যদি আরেকটু ক্যারি করতে পারতাম তাহলে আরও ভালো হতো। শুরুতে তো দ্রুত ২ উইকেট পড়ে গেল। আমাদের চেষ্টা ছিল আর যেন উইকেট না যায়।’
এসএইচ/এএইচএস