দ্বিতীয় দিনের মতো মাঠে গড়াচ্ছে বিপিএল। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। এই ম্যাচেও টাইমড আউটের মতো ঘটনা ঘটতে যাচ্ছিল। তবে খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে ফেলেন। 

ইনিংসের সপ্তম ওভারে দলের হয়ে ব্যাট করতে নেমেছিলেন চিটাগংয়ের বিদেশি ক্রিকেটার টম কর্নেল। তবে ব্যাট হাতে মাঠে নামতে নামতে নির্ধারিত সময় পেরিয়ে গেছে ততক্ষণে। মাঠে থাকা আম্পায়ার তানভীর আহমেদের কাছে টাইমড আউটের আবেদন করে বসেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপরে মিরাজের ডাকে আম্পায়ার সাড়া দিলে মাঠ ছাড়তে শুরু করেন কর্নেল। 

পরে অবশ্য মিরাজ নিজে কর্নেলকে মাঠে ডেকে আনেন। যা স্পিরিট অব ক্রিকেটের দৃষ্টান্ত দেখা গেল বিপিএলে। ম্যাচে খুলনার কাছে হারলেও মিরাজের এই বিষয়কে বড় করে দেখছেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি।

মিঠুন বলেন, 'আসলে মিরাজ অনেক বড় মনের পরিচয় দিয়েছে। এখানে অবশ্যই মিরাজকে ক্রেডিট দিতে হবে। টি-টোয়েন্টি ম্যাচে এমন হওয়া উচিত না। একজন ব্যাটারের সবসময় রেডি থাকা উচিত। ও রেডি হতে লেট করেছে, হয়তো বুঝতে পারেনি এত দ্রুত উইকেট পড়বে এজন্য রিল্যাক্সে রেডি হচ্ছিল। এজন্যই ওই আসতে দেরী হয়েছে। আমি মনে করি মিরাজ দারুণ কাজ করেছে প্রশংসা অবশ্যই ওর প্রাপ্য। আর এটা তো ক্রিকেটের রুলস, টাইমমতো না গেলে ফিল্ডিং সাইড আপিল করবেই। কিন্তু ও যখন রিটার্ন করছে জিনিসটা এতেই ওকে ক্রেডিট দিতে হবে। ডিসিশনটা তো সম্পূর্ণ ওর কল ছিল।'

চিটাগং দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে এসেছেন শহীদ আফ্রিদি। তার সঙ্গে আলোচনা নিয়ে মিঠুন বলেন, 'কালকে আমাদের একটা টিম ডিনার ছিল। জাস্ট ক্যাজুয়াল সবার সঙ্গে হাই-হ্যালো করছিল। ক্রিকেট নিয়ে খুব বেশি কথা হয়নি।  ফরম্যাল যে আলাপ হয় সেগুলোই! আমি মনে করি না শামীমের এই ইম্প্যাক্টফুল ইনিংসের কোনো ক্রেডিট তার কাছে যাওয়া উচিত। ও (আফ্রিদি) আমাদের দল সম্পর্কে এখনও খুব বেশি জানেই না। খেলা দেখছে হয়তো এরপর আস্তে আস্তে ইনপুট দেওয়া শুরু করবে। কিন্তু যেহেতু ও সব খেলোয়াড়কে ঠিকমতো জানে না চিনে না তো এখনই যদি আমরা তার দিকে যাই (ক্রেডিট দেওয়া) তাহলে আমার মনে হয় না ব্যাপারটা রাইট হবে।'

এদিকে ওশানে থমাসের ১ ওভারে ১৫ রান হয় চিটাগংয়ের। এ নিয়ে মিঠুন বলেন, 'আমাদের অবশ্যই এই সুবিধা নেওয়া উচিত ছিল। ২০০ রান তাড়ায় ১ বলে ১৫ রান এটা আমাদের অ্যাডভান্টেজ ছিল কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি আর আমি আমার ক্যারিয়ারে এমন ঘটনা আগে দেখিনি।'

এসএইচ/এফআই