যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে আলোচনা যেন থামছেই না। ম্যাচের গুরুত্বপূর্ণ মূহূর্তে তরুণ এই ওপেনারকে আউট করা নিয়ে অনেক ভারতীয়ের তোপের মুখে পড়েছেন টিভি আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না রবিচন্দ্রন অশ্বিনও।

সদ্য অবসরে যাওয়া ভারতীয় স্পিনারের মন্তব্য, বাংলাদেশি আম্পায়ারকে স্নিকোমিটারের ব্র্যান্ড আম্বাসেডর করে দেওয়া উচিত।

অবশ্য নিজের সিদ্ধান্ত নিয়ে অনেকেরই প্রশংসা পেয়েছেন সৈকত। এ তালিকায় রিকি পন্টিং ছাড়াও আছেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেলও। এমনকী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও একপ্রকার বাংলাদেশি আম্পায়ারের পক্ষে ছিলেন। তার মনে হয়েছে, বল কোথাও লেগেছে।

অন্যদিকে সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি থার্ড আম্পায়ারের সমালোচনায় সরব হয়েছেন। এমনকী মুখ খুলেছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লাও। সেই বিতর্কে ঢুকে পড়লেন ব্রিসবেন টেস্টের পর অবসর নেওয়া অশ্বিন। সোশাল মিডিয়া এক্স-এ (সাবেক টুইটার) শরফুদ্দৌলা সৈকতের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘স্নিকোমিটারের এখন ট্রেন্ডিংয়ে। এই সুযোগে এই লোকটিকে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া উচিত।’ সেই সঙ্গে অশ্বিনের সংযোজন, ‘মজা করেই বলছি’। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় অশ্বিনের পোস্ট। যদিও সেটা যে শুধুই ‘মজা’ করে নয়, তা অত্যন্ত স্পষ্ট। কারণ যশস্বী আউট হওয়ার পরই ভারতের হার একপ্রকার নিশ্চিত হয়ে যায়।

ঘটনার সূত্রপাত বক্সিং ডে টেস্টের পঞ্চম দিনে ভারতীয় ইনিংসের ৭১তম ওভারে। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার তখনো দরকার ৪ উইকেট। ভারতের ২০০ রান। পঞ্চম দিনের ২০ ওভারের মতো খেলা বাকি।  জয়ের হিসাবটা বাদ দিলে বলা চলে ড্রয়ের জন্যই তখন খেলছিল সফরকারীরা। এমন সময় বাউন্সার বলে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন জয়সওয়াল। বল জমা পড়ে গিয়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে। সঙ্গে সঙ্গেই ক্যাচের আবেদন জানায় অস্ট্রেলিয়া। অনফিল্ড আম্পায়ার আউট দেননি। কামিন্স রিভিউ নিলে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে।

রিভিউ নেওয়ার রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। শরফুদ্দৌলাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান, তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নিকোর সাহায্য চান। কিন্তু স্নিকোগ্রাফে পরিবর্তন আসেনি। তাতে অবশ্য বাংলাদেশি আম্পায়ারের মন গলেনি। ঠিকই দিলেন আউটের সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তে হতাশ জয়সওয়াল মাঠেই আম্পায়ারদের ওপর ক্ষোভ ঝাড়েন। উইকেট ছাড়তে ছাড়তেও কিছু একটা বলছিলেন তিনি।

এফআই